ডাচ-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন
- আপলোড সময় : ০৮-০১-২০২৫ ১২:০৭:৫৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-০১-২০২৫ ১১:১৮:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগেএবং ডাচ-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন ও চোখের সাধারণ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলার হাছনবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত দরিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমানের সঞ্চালনায় ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ। তিনি তার বক্তব্যে বলেন, সুনামগঞ্জের কৃতী সন্তা ডাচ-বাংলা ব্যাংকের শ্রদ্ধেয় এমডি আবুল কাশেম মোহাম্মদ শিরিন মহোদয়ের আন্তরিক সহযোগিতায় ডাচ-বাংলা ব্যাংকের অর্থায়নে সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার সকল এলাকার দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সুযোগ পাচ্ছেন। এছাড়াও ডাচ-বাংলা ব্যাংকের আর্থিক সহায়তায় দরিদ্র ঠোঁটকাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ডাচ-বাংলা ব্যাংকের এমডি স্যারের এই যুগান্তকারী অবদান দরিদ্র শিক্ষার্থী এবং গ্রামীণ জনপদের অসচ্ছল জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখছে। এ সময় আরও উপস্থিত ছিলেন জনতা চক্ষু হাসপাতালের ডাইরেক্টর (এফএন্ডএ) শ্যামল চন্দ্র তালুকদার, হাছনবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাচাইকৃত সকল ছানি রোগীদের জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. মো. বুরহান উদ্দিন স্বপন ও দক্ষ মেডিকেল টিমের মাধ্যমে উন্নত প্রযুক্তি দ্বারা কৃত্রিম ল্যান্স সংযোজনসহ সফলভাবে ছানি অপারেশন স¤পন্ন করা হয়েছ। অপারেশেনর পর অপারেশনকৃত সকল রোগী সম্পূর্ণ স্বাভাবিক দৃষ্টি ফিরে পেয়েছেন। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চোখে ছানি পড়া ২৫ জন ও সাধারণ চক্ষু রোগীসহ মোট ৬২ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। স্থানীয় জনসাধারণ জনতা চক্ষু হাসপাতাল ও ডাচ বাংলা ব্যাংক পিএলসি’র এই মহতী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ