সুনামগঞ্জ , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ হাসপাতালে ১২ ধরনের আড়াই কোটি টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে জুলাই গণহত্যা : রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন শিক্ষাক্ষেত্রে সুনামগঞ্জকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চাই : জেলা প্রশাসক অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করার নির্দেশ দিলেন জেলা প্রশাসক স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা প্রকৌশলী কামরুল হকের মৃত্যু নিয়ে রহস্য স্বজনদের দাবি ‘পরিকল্পিত হত্যা’ বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি থাকবে নৌ ও বিমান বাহিনী সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল উদ্বোধন অকেজো ১০ হাজার নলকূপ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ জামালগঞ্জে যুবদলের কর্মী সমাবেশে কৃষক লীগ নেতা! ‎সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে নতুন সভাপতি শামস শামীম, সম্পাদক জসিম মাছশূন্য হাওর, সংকটে জল-জীবিকা ব্রিটিশ-বাংলাবাজার সড়ক বেহাল : দুর্ভোগে হাজারো মানুষ ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ হাউসবোটে নেই পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা পর্যটকদের উদ্বেগ বাংলাবাজার ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত ঢাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ

দোয়ারাবাজারে বিএনপি’র কর্মীসভা

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০১:১২:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০১:১২:৪০ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে বিএনপি’র কর্মীসভা
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলা বিএনপি’র আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ স¤পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বক্তারা বলেন, দেশের সবকিছু লুট করে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়েছে। আওয়ামী ফ্যাসিস্টদের আমলে হাজার হাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও তাদের স্বজনরা জেল-জুলুম, গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। এতস্বত্তেও বিগত পনেরো বছরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। বিএনপির নেতাকর্মী এবং ছাত্রজনতার রক্তের বিনিময়ে জুলাই আগস্টে গণঅভ্যুত্থান সফল হয়েছে। সকল বিভেদ ভুলে জনগণের কাক্সিক্ষত অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছাতক দোয়ারাবাজারের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে কাজ করতে হবে। সজাগ দৃষ্টি রাখতে হবে আওয়ামী ও তাদের দোসরদের আগামী কর্মকা- নিয়ে। কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট মঈন উদ্দিন সুহেল, জয়নুল জাকেরীন, এডভোকেট আব্দুল হক, নাজির আহমদ, আকবর আলী, সামছুল হক নমু, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, বিএনপি নেতা আব্দুর রহমান, আনছার উদ্দিন, আলহাজ্ব আব্দুল বারি, সেলিম উদ্দিন, আবুল মনসুর শওকত, আবুল কালাম আজাদ, কামরুল ইসলাম, নাসির উদ্দিন লালা, মুনাজ্জির হোসেন, আব্দুর রশিদ চৌধুরী, নুর আলী, এডভোকেট ফজলুল হক, এডভোকেট সালেহ আহমদ, এটিএম হেলাল, আনিনুর রশিদ আমিন, ইকবাল হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি নেতা হারুনুর রশীদ, আলতাফুর রহমান খসরু, আব্দুল মানিক মাস্টার, হারুন অর রশিদ, খুরশেদ আলম, এখলাছুর রহমান তালুকদার, খলিলুর রহমান, এইচ এম কামাল, ছমির উদ্দিন মাস্টার, আবু হেনা আজিজ, সৈদুল বশর, আমান উল্লাহ প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাধব রায়, যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ, নুর আলম, আব্দুর রউফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান, যুগ্ম আহ্বায়ক হাবীবুর রহমান হাবীব, সদস্য সচিব শামীম পাশা রিগেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাব উদ্দিন শিহাব প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ হাসপাতালে ১২ ধরনের আড়াই কোটি টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ

সুনামগঞ্জ হাসপাতালে ১২ ধরনের আড়াই কোটি টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ