সুনামগঞ্জ , মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ পৌরসভার ৬২ কোটি টাকার বাজেট ঘোষণা বজ্রপাতের ঝুঁকিতে সুনামগঞ্জ শীর্ষে বন্ধ করা হলো সেই গ্যাস পাইপ লাইনের লিকেজ আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে সুনামগঞ্জের ইমা হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সে গ্রাহক হয়রানি, বছরের পর বছর ঘুরেও মিলছে না বীমার টাকা পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৬ সেনা নিহত টাঙ্গুয়ার হাওর রক্ষায় কাজ করবে সরকার: মহাপরিচালক শহরে সক্রিয় মাদক কারবারিরা চোখের সামনে বিলীন হচ্ছে ভিটেমাটি সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন অ্যাড. নুরুল ইসলামকে ফতেপুর বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা জ্ঞাপন আধিপত্য নিয়ে লড়াইয়ের অবসান চান গ্রামবাসী কাজ না করেই তিন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ সুনামগঞ্জকে শান্তিপ্রিয় নাগরিকদের শহর হিসেবে গড়ে তুলতে হবে সুনামগঞ্জ-৫ আসনে আলোচনায় বিএনপি’র দুই হেভিওয়েট প্রার্থী কৃষকরা বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছেন : অতিরিক্ত কৃষি সচিব নদী ভাঙন রোধের দাবিতে ভাদেরটেক গ্রামবাসীর মানববন্ধন গ্যাসের পাইপ লাইনে লিকেজ, দুর্ঘটনার আশঙ্কা জামালগঞ্জে রথযাত্রা অনুষ্ঠিত বিএনপি নেতা অ্যাড. নূরুল ইসলামের গণসংযোগ

প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ আহত ৫

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৫:১৩:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৫:১৩:১৬ পূর্বাহ্ন
প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ আহত ৫
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার সাউদপাড়া গ্রামে আমন জমির মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনদের হামলায় দুই শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে। আহতদের ওইদিনই পাশের ধর্মপাশা ও নেত্রকোণার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মধ্যনগর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সাউদপাড়া গ্রামের তাহেরুল ইসলাম (৬০) ও একই গ্রামের বাচ্চু মিয়া (৫৫) দুজন প্রতিবেশী। তাদের নিজেদের বসতঘরের খানিকটা সামনে তাহেরুল ইসলামের নামে রেকর্ডীয় পাঁচ শতক আমন জমি রয়েছে। এই জমির মালিকানা নিয়ে এই দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রবিবার সকাল পৌনে আটটার দিকে তাহেরুল ইসলাম তাঁর পরিবারের লোকজন নিয়ে নিজ বসতঘর থেকে ওই আমন জমিতে আসা-যাওয়া করার জন্য সেখানে মাটি ফেলে রাস্তা তৈরির কাজ শুরু করেন। খবর পেয়ে সকাল আটটার সময় বাচ্চু মিয়াসহ তার ১০/১২জন লোক লাঠিসোটা নিয়ে তাহেরুল ইসলামের লোকজনদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তাহেরুল ইসলামের ছোট ভাই রোকন মিয়া (৫০), সেলিম মিয়া (৪০), বোন আমেনা আক্তার (৪৫), মেয়ে নেত্রকোণা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী স্বর্ণা আক্তার (২০) ও ছেলে স্থানীয় মহিষখলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী হৃদয় হাসান (১৬) আহত হন। পরে স্থানীয় লোকজন ও তাদের স্বজনেরা সেখান থেকে আহতদেরকে উদ্ধার করে পাশের ধর্মপাশা ও নেত্রকোণা কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করেন। অভিযুক্ত বাচ্চু মিয়া বলেন, এই জমিটি গত ৫০বছর ধরে আমাদের ভোগ দখলে রয়েছে। আমার নামে জায়গাটির দলিলও আছে। তবে এই জায়গাটির রেকর্ড হয়ে গেছে তাহেরুল ইসলামের নামে। আমরা কাউকে মারধর করিনি। আমি ও আমার লোকজনকে জড়িয়ে মিথ্যা অপবাদ রটানো হচ্ছে। মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ আমি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স