শহরে দুই দোকানিকে জরিমানা
- আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৫:০৯:০৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৯:০৫:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা ও বেশি মূল্যে পেয়াজ বিক্রির দায়ে দুই মুদি দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৫ জানুয়ারি) বিকেল তিনটার দিকে সুনামগঞ্জ শহরের পুরাতন জেল রোড ও জগন্নাথবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম। এসময় ভোক্তা-অধিকারকে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দিন, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জেলা সাধারণ স¤পাদক শাহজাহান চৌধুরী। সংশ্লিষ্ট সূত্র জানায়, মেয়াদ উত্তীর্ণ আটা ও ময়দা রাখার দায়ে পুরাতন জেলরোডের জহির ভেরাইটিজ স্টোরকে পাঁচ হাজার টাকা এবং বেশি মূল্যে পেয়াজ বিক্রির জন্য জগন্নাথবাড়ি রোডের নীরব স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষণে নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ