শান্তিগঞ্জ ও দিরাইয়ে শীতবস্ত্র বিতরণ
- আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৪:৪৫:৫১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৯:০৯:০৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের হরিনগর গ্রামে রওজাতুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় ৫ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় মাদ্রাসায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া ওইদিন সকালে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নে ২ শতাধিক, ফিমেইল একাডেমিতে ২ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের উদ্যোগে এবং সিটি ব্যাংকের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ওইদিন সন্ধ্যায় দরগাপাশা রওজাতুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য নূরুল ইসলাম সাজু। শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান দেবশীষ শ্যাম, সিটি ব্যাংক কর্মকর্তা অভিজিত পাল, প্রীতম কান্তি দাস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, যুব প্রধান সালেহ আহমদ রিয়াদ, আজীবন সদস্য মাছুম আহমেদ, শাহজাহান আলম সিদ্দিকী, উপ যুব প্রধান (১) প্রীয়াস শ্যাম প্রিতম, যুব সদস্য তানভীর আহম্মেদ রাসেল, মুন্নী আক্তার, তমাল পাল, অনামিকা দাস প্রমুখ। প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঘূর্ণিঝড় এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্গত এলাকায় অসহায়দের পাশে থেকে কাজ করে যাচ্ছে। প্রচ- শীতেও তারা অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছে। এসব মহতী কাজে উৎসাহ দিলে স্থানীয় বিত্তশালীরাও উদ্বুদ্ধ হবেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য নূরুল ইসলাম (সাজু)’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আপনাদের এলাকার এই গুণী ব্যক্তি থাকায় আজ অনেকগুলো শীতবস্ত্র দেয়া সম্ভব হচ্ছে। আপনারা সবাই দুখি মানুষের পাশে দাঁড়ান। সভাপতির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য নূরুল ইসলাম (সাজু) বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) একটি মানবিক সংস্থা। ঘূর্ণিঝড় এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময়ে অসহায়দের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আজ আমরা হাওর এলাকার প্রত্যন্ত অঞ্চলে এসে দুই উপজেলার শীতার্তদের মাঝে ৯ শতাধিক শীতবস্ত্র বিতরণ করতে পেরেছি। ভবিষ্যতে ও আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ