নির্বাচনের আগেই সব সংস্কার প্রয়োজন নেই : জোনায়েদ সাকি
- আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৯:৩৪:৩১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৯:৩৪:৩১ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
নির্বাচনের জন্য সংস্কার দরকার, তবে নির্বাচনের আগেই সব সংস্কার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। শনিবার (৪ জানুয়ারি) রাজধানীতে গণসংহতি আন্দোলন আয়োজিত এক আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি।
জোনায়েদ সাকি বলেন, নির্বাচনের জন্য সংস্কার দরকার, কিন্তু সব সংস্কার নির্বাচনের আগেই প্রয়োজন নেই। দেশের জন্য কী কী সংস্কার দরকার, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারকে আলোচনা করতে হবে।
তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের স্বপ্ন যেন বেহাত হয়ে না যায়, এ জন্য রাজনৈতিক শক্তিগুলোকে সক্রিয় হতে হবে। ভবিষ্যতে জনগণের কাছে জবাবদিহিমূলক ক্ষমতার ব্যবস্থা করতে হবে। বাহাত্তরের সংবিধান দিয়ে সেই ক্ষমতার বন্দোবস্ত সম্ভব নয়।
গণসংহতি আন্দোলনের এ সমন্বয়ক আরও বলেন, দেশে বিভাজনের রাজনীতি উপড়ে ফেলে বৈষম্যহীন এক বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের মানুষের অধিকার আদায়ে বাংলাদেশের সর্বত্র গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে।
৭২-এর সংবিধানের ক্ষমতা কাঠামো বদলানোর প্রতি গুরুত্বারোপ করেন তিনি। জনগণকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি কোনও প্রকার বিভাজন তৈরি যাতে না হয় সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান জোনায়েদ সাকি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ