সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫ , ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাটিবৃন্ত ফাউন্ডেশনের গুনীজণ সম্মাননা দোয়ারাবাজারে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক জলমগ্ন জমিনে দশ হাজার হেক্টর জমির চাষাবাদ ব্যাহত জনগণের ঐক্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের আভাস পাচ্ছি : ড. কামাল হোসেন উপযুক্ত পরিবেশ হলেই দেশে ফিরবেন তারেক রহমান : সালাহউদ্দিন সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার বিনামূল্যে ৮৮০৫ দুঃস্থ নারী পাচ্ছেন পুষ্টি সমৃদ্ধ চাল ৬৬৫ লিটার মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার খেলাঘরের উদ্যোগে তিন গুণীজনকে স্মরণ মঙ্গলবার রাতে লন্ডন যাত্রা করবেন খালেদা জিয়া নির্বাচনের আগেই সব সংস্কার প্রয়োজন নেই : জোনায়েদ সাকি আমরা চাঁদাবাজ-দখলদারমুক্ত বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির আমরা চক্রান্তের কাছে মাথানত করবো না : মির্জা ফখরুল পানি উঠছে না লক্ষাধিক নলকূপে ভেস্তে গেছে অর্ধকোটি টাকার প্রকল্প জমিয়ত নেতা মুখলিছুর রহমানকে সংবর্ধনা লোকনাথ সরলা কুলসুম বিবি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী মোল্লাপাড়ায় রেড ক্রিসেন্ট সোসাইটির শীতবস্ত্র বিতরণ ভারতে পাচারকালে ৬২ বস্তা রসুনসহ আটক ৩ শাল্লায় উদীচীর সম্মেলন অনুষ্ঠিত সীমান্তে তৎপর বিজিবি : এক বছরে ৪২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

পানি উঠছে না লক্ষাধিক নলকূপে ভেস্তে গেছে অর্ধকোটি টাকার প্রকল্প

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৯:২৬:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৯:২৬:৩০ পূর্বাহ্ন
পানি উঠছে না লক্ষাধিক নলকূপে ভেস্তে গেছে অর্ধকোটি টাকার প্রকল্প
শহীদনূর আহমেদ :: শুষ্ক মওসুমে পানির স্তর নেমে যাওয়ায় সুপেয় পানির সংকটে ভুগছেন সুনামগঞ্জ জেলার বাসিন্দারা। হস্তচালিত সরকারি-বেসরকারি বেশিরভাগ অগভীর নলকূপে পানি না আসায় চরম সংকটে নি¤œ ও মধ্যম আয়ের মানুষজন। তীব্র পানি সংকটে রয়েছেন জেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকার মানুষজন। এদিকে সুপেয় পানি সরবরাহে শান্তিগঞ্জ ও জগন্নাথপুর এলাকায় নেয়া অর্ধকোটি টাকার প্রকল্প গ্রহণ করা হলেও অনুপযোগী পরিকল্পনা ও সংশ্লিষ্টদের অনিয়ম-দুর্নীতির কারণে ভেস্তে গেছে প্রকল্পটি। জানা যায়, তাপপ্রবাহ, অনাবৃষ্টি, নদীনালা ও খালবিল ভরাট হয়ে যাওয়ায় নিচে নেমে গেছে ভূ-গর্ভস্থ পানির স্তর। জলবায়ু পরিবর্তনের এমন নেতিবাচক প্রভাবের ফলে একে একে অকেজো হয়ে যাচ্ছে হস্তচালিত নলকূপগুলো। সংশ্লিষ্ট দপ্তরের তথ্যমতে, শুষ্ক মওসুমে সুনামগঞ্জ জেলায় সরকারি-বেসরকারি লক্ষাধিক নলকূপে পানি না উঠায় সুপেয় পানির অভাব মেটাতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। সমতল এলাকায় বর্ষায় নলকূপে পানি সরবরাহ অনেকটাই স্বাভাবিক থাকলেও পাহাড়ি এলাকায় বারোমাস পানি সংকট েেলগেই থাকে বলে জানিয়েছেন এলাকাবাসী। তথ্যমতে, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, ছাতক, জগন্নাথপুর, শান্তিগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুরসহ প্রায় সব উপজেলার সরকারি-বেসরকারি হস্তচালিত নলকূপগুলোর একই দশা। ফলে বিশুদ্ধ পানির জন্য ভরসা করতে হয় গভীর নলকূপের ওপর। সুনামগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর সূত্র জানাযায়, জেলার ১২ উপজেলায় সরকারি পর্যায়ে হস্তচালিত নলকূপ সচল রয়েছে ২৩ হাজার ৫৬৫টি। এছাড়াও বেসরকারি পর্যায়ে জেলায় লক্ষাধিক নলকূপ রয়েছে। তবে শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় হস্তচালিত নলকূপের বড় একটি অংশ অকেজো হয়ে পড়ে। গ্রামীণ এলাকায় সুপেয় পানি সরবরাহে শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে পৃথক প্রকল্পের মাধ্যমে বিগত অর্থ বছরে দুই উপজেলায় সাড়ে পাঁচ হাজার নলকূপ স্থাপন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রকল্পে অগভীর নলকূপ স্থাপন করায় শুষ্ক মওসুমে পানি সরবরাহ বন্ধ থাকে। তাছাড়া কারিগরি ত্রুটি ও অনিয়ম দুর্নীতির কারণে স্থাপনকৃত বেশিরভাগ নলকূপ বছর দেড়েক সময়ের মধ্যে অকেজো হয়েগেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাসিন্দা মোক্তাদির আহমদ তালুকদার বলেন, বিগত বছর আমাদের ইউনিয়নে শতাধিক নলকূপ স্থাপন করা হয়েছিল। বেশিরভাগ টিউবওয়েল নষ্ট হয়েগেছে। পানি উঠে না। মানুষ পানির জন্য বড় ধরনের সমস্যায় রয়েছে। অনেকেই নেতাদের টাকা-পয়সা দিয়ে টিউবওয়েল বসাইছিল। তাদের সব টাকা জলে গেছে। জাতীয় নির্বাচন সামনে রেখে কেবল নিজস্ব ভোট ব্যাংক তৈরি করতে এই প্রকল্প করা হয়েছে। উপজেলার পূর্ব বীরগাঁও গ্রামের দিলোয়ার হোসেন বলেন, ৭ হাজার টাকা সিকিউরিটি দিয়েছি। একটি টিউবওয়েলের জন্য অনেক ব্যক্তির কাছে ধরণা দিয়েছি। শেষপর্যন্ত টিউবওয়েল স্থাপন করা হলেও একদিনও পানি খাইতে পারিনি। প্রথম থেকে টিউবওয়েলে পানি উঠে না। নি¤œমানের কল দিয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে। কোনো মেঝে নির্মাণ করেনি ঠিকাদার। দায়সারা কাজ করেগেছে। নাম প্রকাশের অনিচ্ছুক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, সরকারের একটি বড় বাজেট সম্পূর্ণ অপরিকল্পিত প্রকল্পে ব্যবহার করা হয়েছে। এখানে কোনো ধরণের বৈজ্ঞানিক স্টাডি ছিলনা। অগভীর নলকূপে কিছুদিন পরে পানি উঠবে না এটা জেনেও সম্পূর্ণ মন্ত্রী মহোদয়ের ইচ্ছার কারণে এই প্রকল্প বাস্তবায়ন হয়েছে। তখনকার প্রেক্ষাপটে তাঁর বিরোধিতা করার মতো কেউ ছিলনা। সুনামগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেদুল ইসলাম জানান, জেলার সবকটি উপজেলায় কম বেশি এ সমস্যা রয়েছে। বিশুদ্ধ পানির সংকট নিরসনে সরকার জেলায় নতুন করে ৪ হাজার সাবমার্সেবল পাম্পযুক্ত গভীর নলকূপ স্থাপন করার উদ্যোগ নিয়েছে। আশা করছি এতে সুপেয় পানি সমস্যার কিছুটা সমাধান হবে। শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে স্থাপনকৃত অগভীর নলকূপ সম্পর্কে তিনি বলেন, এটি সাবেক পরিকল্পনামন্ত্রীর বিশেষ একটি প্রকল্প ছিল। তবে এটি কার্যকর হয়নি। অর্ধেকের বেশি নলকূপে পানি উঠছে না। একটি অপরিকল্পিত প্রকল্প কিভাবে বাস্তবায়ন হয়েছে তা সম্পর্কে আমি ততোটা জানিনা। কেননা সেটি আমার সময়ে ছিলনা। আমি এ জেলায় নতুন এসেছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দোয়ারাবাজারে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

দোয়ারাবাজারে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক