লোকনাথ সরলা কুলসুম বিবি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী
- আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৯:১৯:০৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৯:১৯:০৯ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি ::
লোকনাথ- সরলা কুমুদ - রেবা ও কুলসুম বিবি প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী স¤পন্ন হয়েছে। শনিবার দিরাই উপজেলা গণমিলনায়তনে লোকনাথ সরলা ফাউন্ডেশনের সদস্য সচিব মনোজ কান্তি পুরকায়স্থ-এর সভাপতিত্বে ও উদীচী শিল্পী গোষ্ঠী দিরাইর সাধারণ স¤পাদক অনুপম দাস ও অনির্বাণ সাংস্কৃতিক সংসদের নৃত্য প্রশিক্ষণ বিষয়ক স¤পাদক সুচি রায়ের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, শুকুর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রায়, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, বাসুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাধীন চৌধুরী, শব্দসিড়ি সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ইমামুল ইসলাম রানা, কবি মিজানুর রহমান প্রমুখ।
সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ, স্কুল ব্যাগ ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রাম বাংলার ঐতিহ্য ধামাইল গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ