ভারতে পাচারকালে ৬২ বস্তা রসুনসহ আটক ৩
- আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৯:১৫:৫৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৯:১৫:৫৬ পূর্বাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার সীমান্তে ভারতে পাচারকালে ৬২ বস্তা রসুন ও তিনটি অটোরিকশাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের কবির মিয়ার বাড়ির দক্ষিণ পাশে সীমান্তের ৮শ গজ বাংলাদেশ অভ্যন্তরে কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে ৬২ বস্তা রসুনসহ তিনটি অটোরিকশাসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলো- বাংলাবাজার ইউনিয়নের পালইছড়া গ্রামের জাকিট হোসেন, বালিছড়া গ্রামের শাখাওয়াত হোসেন কামাল এবং উস্তিঙ্গেরগাও গ্রামের আব্দুল্লাহ আল মোজাহিদ। ২শ টাকা দরে ৬২ বস্তা রসুনের মূল্য ২ লাখ ২৩ হাজার ২শ টাকা।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হকের দিক নির্দেশনায় অভিযানে অংশ নেন এসআই আতিয়ার রহমান, এএসআই আাশরাফ খান ও সুমন চন্দ্র দেবসহ সঙ্গীয় ফোর্স।
ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ সংক্রান্তে শনিবার (৪ জানুয়ারি) দ্যা ¯েপশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ এর ২৫ বি/২৫ ডি ধারায় দোয়ারাবাজার থানায় মামলা (০৬) রুজু করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ