সুনামগঞ্জ , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উকিলপাড়ায় পুরাতন ইটের সুরকি দিয়ে চলছে ড্রেন নির্মাণ ভরাট হচ্ছে নদ-নদী ধর্মপাশায় খাসজমি দখলের অভিযোগ তৃতীয় বিশ্বযুদ্ধের নিরসন প্রসঙ্গে সীমান্তে ২২শ কেজি ভারতীয় ফুচকা জব্দ হাওর ইজারা বন্ধ করতে হবে : উপদেষ্টা ফরিদা আখতার সুরমার ভাঙনে বদলে যাচ্ছে ৩ গ্রামের মানচিত্র, ভাঙন রোধে নেই পদক্ষেপ ‘ডিসেম্বরই শেষ সময়’, আজ যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি ফসল তোলার উৎসব-সংগ্রামে একাকার হাওর-ভাটির কৃষক উৎকণ্ঠার মধ্যেই হাওরে ধান কাটার ধুম কোন কৃষককে হয়রানি করা যাবে না : খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বিএনপি ও কৃষক দলের সংবাদ সম্মেলন বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধির দাবি তৃতীয় দিনের মতো আন্দোলনে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে এবার শিক্ষার্থীদের সড়ক অবরোধ বেড়েছে অগ্নিকান্ডের ঘটনা, তিন মাসে জেলায় ৮৭ অগ্নিদুর্ঘটনা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, দুশ্চিন্তায় কৃষক জগন্নাথপুরে ভোক্তা অধিকার আইন বিষয়ক সভা ঢাকা ছাড়তে পুলিশের আবেদনের হিড়িক, ছয় মাসে সাড়ে সাত হাজারের বেশি বদলির আবেদন

শেখ হাসিনার প্রত্যর্পণ ও চিন্ময় দাসের জামিন প্রসঙ্গে যা বলছে ভারত

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ১২:৩৬:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ১২:৩৬:৩৫ অপরাহ্ন
শেখ হাসিনার প্রত্যর্পণ ও চিন্ময় দাসের জামিন প্রসঙ্গে যা বলছে ভারত
সুনামকণ্ঠ ডেস্ক :: শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ জানিয়ে বাংলাদেশের ‘নোট ভার্বাল’ ভারতের হাতে আসার পরও প্রায় ১২ দিন কেটে গেছে। তবে ওই বার্তার কোনও জবাব এখনও দেওয়া হয়নি বলেই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এটাও পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে, ভারত সরকার এ নিয়ে এখনই কোনও মন্তব্য করতেও চাইছে না। সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, আমরা গত সপ্তাহেই জানিয়েছি (বাংলাদেশের) সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের পাঠানো বার্তা আমাদের হাতে এসেছে। (ওই প্রত্যর্পণের অনুরোধ নিয়ে) আমাদের এই মুহূর্তে আর নতুন কিছু যোগ করার নেই! বাংলাদেশের ‘নোট ভার্বালে’ ঠিক কী অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, এমন আরেকটি প্রশ্ন করা হলেও মুখপাত্র তার উত্তরে আবার বলেন, আমি আগেই (এ বিষয়ে) যা বলার বলেছি। তার বাইরে আমার আর কিছু শেয়ার করার নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যে অন্তত এটা স্পষ্ট যে, বাংলাদেশের ওই অনুরোধকে আপাতত তারা গুরুত্ব দিতে চাইছে না, এমনকি কোনও প্রতিক্রিয়া জানানোরও প্রয়োজন অনুভব করছে না। এদিকে গত বৃহ¯পতিবার চট্টগ্রামের একটি আদালতে বাংলাদেশে সনাতনী ধর্মাবলম্বীদের নেতা ও ইসকনের (সাবেক) সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের ঘটনাতেও ভারত যে হতাশ, সেটাও তিনি গোপন করেননি জয়সওয়াল। চিন্ময় কৃষ্ণ দাসের বিচার প্রক্রিয়া নিয়ে ভারত উদ্বিগ্ন কি না, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনি বাংলাদেশে যার মুক্তির কথা বলছেন... আমরা আগেও বলেছি, আমরা মনে করি এবং আমাদের প্রত্যাশা হলো বাংলাদেশে যে ধরনের তদন্ত প্রক্রিয়া চলছে তাতে ... যে ব্যক্তিবিশেষকে গ্রেফতার করা হয়েছে তিনি সুবিচার পাবেন, এটার জন্যই আমরা অপেক্ষা করবো। বিভিন্ন গুঞ্জনের সূত্র ধরে মুখপাত্রের কাছে সেখানকার এক সাংবাদিক জানতে চান, তুরস্কের কো¤পানি ‘অটোকার’-এর কাছ থেকে বাংলাদেশ তাদের সেনাবাহিনীর জন্য ২৬টি লাইট ট্যাংক বা ‘হালকা সাঁজোয়া গাড়ি’ কেনার জন্য কথাবার্তা চালাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। আঞ্চলিক নিরাপত্তার দৃষ্টিতে ভারত এই সিদ্ধান্তকে কীভাবে দেখছে? জবাবে মুখপাত্র বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক ঢাকা সফরের পরই প্রেস বিবৃতির আকারে এই মনোভাব স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল, ইনক্লুসিভ বাংলাদেশকে সমর্থন করে। এটাও বলা হয়েছে যে, আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক স¤পর্ক গড়তে চাই, যা হতে হবে পার¯পরিক আস্থা, মর্যাদা, স্বার্থ ও একে অপরের উদ্বেগগুলো নিয়ে সংবেদনশীলতার ভিত্তিতে। ‘তো এটাই হলো বাংলাদেশ স¤পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি। আপনি যে বিষয়ে জানতে চাইছেন, তা নিয়েও আমাদের একই দৃষ্টিভঙ্গি হবে। তা ছাড়া আপনি জানেন, আমাদের নেইবারহুডে প্রতিটি নিরাপত্তাগত ইস্যুতে আমরা সতর্ক নজর রাখি ও যথাযথ পদক্ষেপ নিই, এখানেও তাই করা হবে’, বলেন রণধীর জয়সওয়াল। সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশি নাগরিকদের কথা ইঙ্গিত করে জানতে চাওয়া হয়, সম্প্রতি ভারতের নানা প্রান্তে এমন বহু অভিযোগ পাওয়া গেছে যে, অবৈধভাবে ভারতে ঢুকে বিদেশি নাগরিকরা ভারতের পাসেপোর্ট হাতে পেয়ে গেছেন এবং তারা পুলিশের হাতে ধরার পড়ার পর সেটা জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এটা বন্ধ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠিও দিয়েছে। ভারত সরকারের এ বিষয়ে বক্তব্য কী? মুখপাত্র জবাবে বলেন, একটা জিনিস খুব ¯পষ্ট - ভারতীয় পাসপোর্ট শুধু ভারতীয় নাগরিকদের জন্যই। কিন্তু যদি এই নিয়মের কোথাও কোনও ব্যত্যয় হয় এবং আমরা সেটা জানতে পারি, তাহলে সরকারের এজেন্সিগুলো দ্রুত তার প্রতিকারে ব্যবস্থা নেবে এবং আইনি পদক্ষেপ করবে। সম্প্রতি ভারতের দিল্লি, কর্নাটক, আসাম, মহারাষ্ট্র-সহ বিভিন্ন রাজ্যে কথিত ‘অবৈধ বাংলাদেশিদের’ বিরুদ্ধে ব্যাপক পুলিশি অভিযান শুরু হয়েছে এবং গ্রেফতারদের অনেককে সীমান্তের অন্য পারে ‘ডিপোর্ট’ করা হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘আপনি অবৈধ অভিবাসীদের ডিপোর্টেশন নিয়ে জানতে চেয়েছেন... দেখুন, আমাদের দেশে নিয়ম ও আইন মোতাবেক বহু (বিদেশি) আসা-যাওয়া করেন, তাতে কোনও সমস্যা নেই। কিন্তু নিয়ম আর আইন ভেঙে কেউ যদি ভারতে আসেন, তাহলে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা তো নিতেই হবে। ফলে আপনার প্রশ্নের জবাব খুব সহজ - আমাদের সেনা বা সীমান্তরক্ষীরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং তারা নিজেদের কর্তব্য করে যাবেন! তবে এখন এ পর্যন্ত কত জনকে ডিপোর্ট করা হয়েছে, সেটা তার ঠিক জানা নেই বলেও মন্তব্য করেন মুখপাত্র। গত ৩১শে ডিসেম্বর বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র নেতৃত্ব ‘জুলাই ঘোষণাপত্র’ জারি করা হবে বলে প্রথমে জানিয়েছিল, যাতে ’৭২র সংবিধানের কবর রচিত হবে বলেও কোনও কোনও নেতা হুঁশিয়ারি দিয়েছিলেন। পরে অবশ্য সেই কর্মসূচি ‘মার্চ টু ইউনিটি’তেই সীমিত রাখা হয়। বিষয়টি উল্লেখ করে জয়সওয়ালের কাছে সাংবাদিকরা জানতে চান, ভারত কি এই পদক্ষেপকে বাংলাদেশের বর্তমান সংবিধানকে হেয় করার চেষ্টা হিসেবে দেখছে? জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবারও আগের কথারই পুনরাবৃত্তি করে বলেন, ভারত মনে করে দু’দেশের মানুষরাই হলেন দু’দেশের সম্পর্কের আসল ‘স্টেকহোল্ডার’ বা অংশীজন! তারপর তিনি আরও যোগ করেন, এটাই বাংলাদেশ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি। ওখানে নানা ধরনের ঘটনা বা ডেভেলপমেন্ট হচ্ছে। প্রায় প্রতিদিনই কিছু না কিছু ঘটনা ঘটছে। কিন্তু তাদের সম্পর্কে আমাদের ‘জেনেরিক অ্যাপ্রোচ’ বা সাধারণভাবে দৃষ্টিভঙ্গি ওটাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স