সুপ্তপ্রতিভা খেলাঘর আসরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৫:০৬:৫১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৫:০৬:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুপ্তপ্রতিভা খেলাঘর আসরের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা কার্যক্রম পরিদর্শন করেন জেলা খেলাঘর আসরের সভাপতি বিজন সেন রায়, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার, বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রজব আলী। এসময় উপস্থিত ছিলেন সাবেদীন আহমেদ লিমন, মো. ইউনুস আলী হাসান, আলমগীর হোসেন, শেখ সামায়ুন রাশেদ, আখলাকুজ্জামান।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের আগামী রবিবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ