জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত
- আপলোড সময় : ০৩-০১-২০২৫ ১০:৩৪:০৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-০১-২০২৫ ১০:৩৪:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ - এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহ¯পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে শহরের পৌর মার্কেটের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে কল্যাণ রাষ্ট্র বিষয়ক মুক্ত আড্ডায় মিলিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া’র পরিচালনায় মুক্ত আড্ডায় সূচনা বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়।
জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. তানজিল হকের সঞ্চালনায় আড্ডায় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, সুনামগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞানের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জমসিদ আলী, গবেষক সুবাস উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী জিয়ান জুবায়ের, নাহাত হাসান পৌলমী। সমাপনী বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ