টাঙ্গুয়ার হাওরে দুই লাখ টাকার অবৈধ জাল জব্দ
- আপলোড সময় : ০৩-০১-২০২৫ ১০:৩০:০৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-০১-২০২৫ ১০:৩০:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে দুই লাখ টাকার রিং চাই ও কোণা জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তি এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমের নেতৃত্বে ও উপজেলা প্রশিক্ষক মো. হাসিবুল তারেক, প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানা ও গোলাবাড়ি আনসার ক্যাম্প ও রামসিংহপুর আনসার ক্যাম্পের আনসারদের সহযোগিতায় টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৫০০ মিটার রিং চাই ও ৫০০ মিটার কোণা জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ জাল গুলো গোলাবাড়ী আনসার ক্যাম্পের সামনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ