হাওরে বোরো আবাদের ধুম
- আপলোড সময় : ০৩-০১-২০২৫ ১০:২১:২০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-০১-২০২৫ ১০:২১:২০ পূর্বাহ্ন
সামছুল ইসলাম সরদার ::
হাওরাঞ্চলে চলছে বোরোধান আবাদের ধুম। একফসলি বোরোধানের এলাকা হিসেবে পরিচিত সুনামগঞ্জ জেলা। এই জেলার অন্তত ৯০ ভাগ মানুষের জীবন-জীবিকার অবলম্বন একমাত্র বোরো ধান। কার্তিক, অগ্রহায়ণ মাস থেকে হাওরজুড়ে শুরু হয় কৃষকদের বীজতলা সাজানো, বীজ বপন এবং পর্যায়ক্রমে ধানের চারা রোপণ। পৌষের শুরু থেকেই বোরোধান রোপণে ভীষণ ব্যস্ত হয়ে পড়েন কৃষকরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাযায়, এ বছর ২ লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা থেকে ৯ লাখ ১৮ হাজার মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।
দিরাইয়ের চাপতি হাওরপাড়ের কৃষক লিটন মিয়া বলেন, এবার আমি আড়াই হাল (১২ কেদারে এক হাল) বোরো জমিনে উচ্চ ফলনশীল ধান রোপণ করতে যাচ্ছি, প্রায় অর্ধেক রোপণ করেছি। এমাসেই ধান রোপণ শেষ হবে। এখন জমি করতে হালচাষ পানি, রোপণ সব নগদ টাকা দিয়ে করতে হয়। যার কারণে অনেক টাকা খরচ হয়। গতবছর ভালো ধান পেয়েছিলাম, আবহাওয়া ভালো থাকলেও এবার ও ভালো ধান ঘোলায় তোলার আশা করছি।
দিরাই উপজেলার চাপতি, বরাম, উদগল হাওর ঘুরে দেখা গেছে, প্রতিটি হাওরেই ধান রোপণে ব্যস্ত কৃষক। একাধিক কৃষকের সাথে আলাপ করলে তারা জানান, গতবছর আবহাওয়া অনুকূলে থাকায় সকল হাওরে আশানুরূপ ফসল হয়েছে। যদি আবহাওয়া ভালো থাকা এবং প্রাকৃতিক কোন বিপদ না হলে বোরাধান রোপণের খরচ বাদে ও আমাদের অনেক সা¤্রয় হয়। আমরা পরিবারের খরচ যোগাতে পারি।
দিরাই উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী বলেন, এবার উপজেলায় ৩০ হাজার একশ ৯২ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরোধান আবাদ করা হচ্ছে। বরাবরের ন্যায় সরকার এবার কৃষকদের সার্বিক সহযোগিতা করছে। উপজেলার প্রতিটি হাওরে ধান রোপণে ব্যস্ত কৃষক। আমাদের তদারকি অব্যাহত রয়েছে।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, হাওরে বোরো চারা রোপণ কার্যক্রম চলছে। কৃষকদের পাশে থেকে আমরা তাদের পরামর্শ ও সহযোগিতা করছি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ