২ কোটি ৩৭ লাখ টাকা বকেয়ার দায়ে সিনথিয়া সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে সংস্থাটির উচ্চ পর্যায়ের একটি টিম সিনথিয়া সিএনজি ফিলিং স্টেশনটি বন্ধ করেন। এতে নেতৃত্ব দেন সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিজিএম) মীর মোশারফ হোসেন। এসময় প্রতিষ্ঠানটির অপর ডিজিএম জিল্লুর রহমান ও সুনামগঞ্জ ব্যবস্থাপক শফিকুল হক উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকায় অবস্থিত সিনথিয়া সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে বারবার বকেয়া প্রদানের জন্য তাগাদা দেয়া হলেও প্রতিষ্ঠানটি ২ কোটি ৩৭ লাখ টাকা বকেয়া বিল পরিশোধ করেনি। সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের সুনামগঞ্জ আবাসিক ব্যবস্থাপক শফিকুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
সিনথিয়া সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করেছে জালালাবাদ গ্যাস
- আপলোড সময় : ১৫-০৮-২০২৪ ০২:১০:০১ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-০৮-২০২৪ ০২:১০:০১ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ