সিএনজি স্টেশন বন্ধ থাকার সময় ২ ঘণ্টা কমলো
সুনামকণ্ঠ ডেস্ক ::
১ জানুয়ারি থেকে সিএনজি স্টেশন বন্ধের সময় দুই ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। সন্ধ্যা ৬টা হতে রাত ৯টা পর্যন্ত সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সকল সিএনজি স্টেশনে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের পিক আওয়ার অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সময়কাল ২ ঘণ্টা কমিয়ে সন্ধ্যা ৬টা হতে রাত ৯টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে সিএনজি স্টেশনগুলো ৫ ঘণ্টা বন্ধ রাখার পরিবর্তে ৩ ঘণ্টা বন্ধ থাকবে। অন্য সময় সেগুলো স্বাভাবিক নিয়মে গ্যাস সরবরাহ করতে পারবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ