হরিনাপাটি গ্রামে দুর্যোগ হ্রাসকরণ প্রকল্পের কাজ সম্পন্ন
- আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৯:৫৬:৫৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৯:৫৬:৫৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিনাপাটি গ্রামের মাঝপাড়া মহল্লার এলজিইডি সড়ক হতে মনিরের বাড়ি পর্যন্ত দুর্যোগ হ্রাসকরণ প্রকল্প বাস্তবায়নের কাজ সম্পন্ন করা হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় এনজিও সংস্থা সিএনআরএস এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি হরিনাপাটি বাস্তবায়নের কাজ করেছে। সম্প্রতি এ প্রকল্পের কাজ বাস্তবায়ন হওয়ায় গ্রামবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই জানান, দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে বেছে নিয়ে এ স্থানে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এতে পাড়া মহল্লা এবং গ্রামবাসী উপকৃত হবেন বলে আমি আশাবাদী। তিনি বলেন, প্রকল্পে প্রায় ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে। প্রকল্পের আশে পাশে কোন মাটি না থাকায় অনেক দূর থেকে মাটি এনে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ