জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠিত: আল হেলাল সভাপতি, হাসান চৌধুরী সাধারণ সম্পাদক
- আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৯:৪৮:১৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৯:৪৮:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খবরপত্র প্রতিনিধি আল হেলালকে সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি হাসান চৌধুরীকে সাধারণ সম্পাদক করে জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন লাভ করেছে। গত ২৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংস্থার জাতীয় মহাসমাবেশে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মামুনুর রশীদ শাইন ও মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম এই কমিটির অনুমোদন প্রদান করেন। কমিটিতে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুস সালাম, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ ও ইউএনবি’র জেলা প্রতিনিধি অরুণ চক্রবর্তী সহ-সভাপতি, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মোজাম্মেল আলম ভূইয়া ও মাইটিভির জেলা প্রতিনিধি আবু হানিফ যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক সংবাদ প্রতিদিন প্রতিনিধি রাজু আহমেদ রমজান সাংগঠনিক সম্পাদক, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমান সহ-সাংগঠনিক সম্পাদক, চ্যানেল এস প্রতিনিধি ফোয়াদ মনি তালুকদার কোষাধ্যক্ষ, দৈনিক যায়যায়দিন পত্রিকার দোয়ারাবাজার প্রতিনিধি আশীষ রহমান দপ্তর সম্পাদক, বিজয় টিভির জেলা প্রতিনিধি আলাউর রহমান প্রচার সম্পাদক, দৈনিক প্রভাত প্রতিনিধি আনোয়ারুল হক সমাজকল্যাণ সম্পাদক, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এনামুল কবির মুন্না, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি ইমরান হোসাইন, দৈনিক ঢাকা টাইমস প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূইয়া, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী ইমন, দৈনিক খবরপত্র প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জহিরুল ইসলাম লাল মিয়া, দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার আহম্মদ কবির ও দৈনিক জনতা পত্রিকার জেলা প্রতিনিধি হাকিম আফতাব উদ্দিন কার্যনির্বাহী সদস্য মনোনীত হয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ