সুনামগঞ্জ , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ অনলাইন জুয়ার ‘হটস্পট’ জাউয়াবাজার প্রতিপক্ষের সুলফির আঘাতে নিহত ১ বিএনপি নেতার বিরুদ্ধে আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ তাহিরপুরে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ ৬ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার জব্দ ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে কবে থেকে কার্যকর হবে? একটি মহল চেষ্টা করছে গণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় না আসে : মির্জা ফখরুল বর্জ্যে ভুগছে টাঙ্গুয়ার হাওর হাওরের ফসল রক্ষায় প্রায় চূড়ান্ত ২,২৪৮ কোটি টাকার প্রকল্প সুনামগঞ্জ মা ও শিশুকল্যাণ কেন্দ্র বরাদ্দের অভাবে বন্ধ নির্মাণকাজ ইশতেহার তৈরি করছে বিএনপি, গোপনে চলছে প্রার্থী যাচাই সভাপতি ও সম্পাদক পদে লড়ছেন চারজন জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত কবি ইকবাল কাগজী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আর নেই প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম শৃঙ্খলা ফিরছে না টাঙ্গুয়ার হাওরে গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হবে : জেলা প্রশাসক

জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৯:৪৩:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৯:৪৩:০৮ পূর্বাহ্ন
জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ষড়যন্ত্র করে জাতীয় পার্টিকে রাজনীতি থেকে দূরে রাখা যাবে না : অ্যাড. নাজমুল হুদা হিমেল জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে উকিলপাড়াস্থ দলীয় কার্যালয়ে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ শোভাযাত্রা। বুধবার আনন্দ শোভাযাত্রাটি উকিলপাড়াস্থ দলীয় কার্যালয় হতে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির অন্যতম সদস্য জাতীয় ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মো. নাজমুল হুদা (হিমেল)। শোভাযাত্রার পর দলীয় কার্যালয়ে প্রবীণ রাজনীতিবিদ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুল আওয়ালের সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক গোলাম হোসেন অভির পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. জাহির আলী। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির অন্যতম সদস্য জাতীয় ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মো. নাজমুল হুদা (হিমেল)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নজির হোসেন মাস্টার। আরও বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচএম ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন মিয়া, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল, জেলা জাতীয় পার্টির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ শাহ আলম (তুলিপ), যুগ্ম আইন বিষয়ক সম্পাদক শিক্ষানবিশ আইনজীবী মো. আনিসুল হক, দপ্তর সম্পাদক মো. আব্দুর রশিদ, দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা ছাত্রসমাজের সাবেক সভাপতি এমদাদুল হক দিলরব, বর্তমান সভাপতি সজীব আহমদ, ছাতক উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. জুবেদ আলী, জাপা নেতা মনির হোসেন, ছাত্রসমাজের সাবেক সভাপতি সফিকুল আলম উজ্জ্বল, ছাত্রসমাজের সাবেক সদস্য সচিব সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, জাতীয় পার্টি নেতা শিমুল মিয়া, আবু ছালিক মো. মিলন তালুকদার, হাবিবুর রহমান, মো. মানিক মিয়া, সাবেক ছাত্রনেতা সাইদুল ইসলাম, জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন, আব্দুল আজিজ, আমির হোসেন, কাবের হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে শেখ জাহির আলী বলেন, ১১ বছর ধরে আহ্বায়ক কমিটি দিয়ে জেলা জাতীয় পার্টি চলছে যে কমিটির কোন অস্তিত্ব নেই। এই ব্যর্থ আহ্বায়ক কমিটির কারণে সারা জেলার জাতীয় পার্টির রাজনীতি ঝিমিয়ে পড়েছে। ব্যর্থ আহ্বায়ক কমিটি অবিলম্বে বাতিল করে দলের ত্যাগী নেতাকর্মীর হাতে দলকে তুলে দেওয়ার জন্য দলের চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি আহ্বান জানান। প্রধান বক্তা অ্যাডভোকেট মো. নাজমুল হুদা (হিমেল) বলেন, জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টি থাকবে। জাতীয়পার্টি হলো কোটি কোটি মানুষের দল। যে দল বেশির ভাগই সংসদে প্রতিনিধিত্ব করেছে। জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্য বহু আগ থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, যারা জাতীয় পার্টিকে রাজনীতির মাঠ থেকে দূরে রাখতে চায়, তারা বোকার রাজ্যে বাস করে। ষড়যন্ত্র করে জাতীয় পার্টিকে রাজনীতির মাঠ থেকে সরানো যাবে না। সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীর প্রতি আহ্বান জানান অ্যাড. মো. নাজমুল হুদা হিমেল। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স