সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা! ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন পথে যেতে যেতে : পথচারী হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন জনগণের সেবার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্ভব-অসম্ভবে ভোটের প্রস্তুতি শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান ‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে : ট্রাইব্যুনাল ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান চার উপজেলায় এসিল্যান্ড নেই, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা শহরের খাল উদ্ধারে ফের শুরু হচ্ছে অভিযান

জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৯:৪৩:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৯:৪৩:০৮ পূর্বাহ্ন
জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ষড়যন্ত্র করে জাতীয় পার্টিকে রাজনীতি থেকে দূরে রাখা যাবে না : অ্যাড. নাজমুল হুদা হিমেল জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে উকিলপাড়াস্থ দলীয় কার্যালয়ে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ শোভাযাত্রা। বুধবার আনন্দ শোভাযাত্রাটি উকিলপাড়াস্থ দলীয় কার্যালয় হতে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির অন্যতম সদস্য জাতীয় ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মো. নাজমুল হুদা (হিমেল)। শোভাযাত্রার পর দলীয় কার্যালয়ে প্রবীণ রাজনীতিবিদ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুল আওয়ালের সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক গোলাম হোসেন অভির পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. জাহির আলী। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির অন্যতম সদস্য জাতীয় ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মো. নাজমুল হুদা (হিমেল)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নজির হোসেন মাস্টার। আরও বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচএম ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন মিয়া, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল, জেলা জাতীয় পার্টির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ শাহ আলম (তুলিপ), যুগ্ম আইন বিষয়ক সম্পাদক শিক্ষানবিশ আইনজীবী মো. আনিসুল হক, দপ্তর সম্পাদক মো. আব্দুর রশিদ, দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা ছাত্রসমাজের সাবেক সভাপতি এমদাদুল হক দিলরব, বর্তমান সভাপতি সজীব আহমদ, ছাতক উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. জুবেদ আলী, জাপা নেতা মনির হোসেন, ছাত্রসমাজের সাবেক সভাপতি সফিকুল আলম উজ্জ্বল, ছাত্রসমাজের সাবেক সদস্য সচিব সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, জাতীয় পার্টি নেতা শিমুল মিয়া, আবু ছালিক মো. মিলন তালুকদার, হাবিবুর রহমান, মো. মানিক মিয়া, সাবেক ছাত্রনেতা সাইদুল ইসলাম, জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন, আব্দুল আজিজ, আমির হোসেন, কাবের হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে শেখ জাহির আলী বলেন, ১১ বছর ধরে আহ্বায়ক কমিটি দিয়ে জেলা জাতীয় পার্টি চলছে যে কমিটির কোন অস্তিত্ব নেই। এই ব্যর্থ আহ্বায়ক কমিটির কারণে সারা জেলার জাতীয় পার্টির রাজনীতি ঝিমিয়ে পড়েছে। ব্যর্থ আহ্বায়ক কমিটি অবিলম্বে বাতিল করে দলের ত্যাগী নেতাকর্মীর হাতে দলকে তুলে দেওয়ার জন্য দলের চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি আহ্বান জানান। প্রধান বক্তা অ্যাডভোকেট মো. নাজমুল হুদা (হিমেল) বলেন, জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টি থাকবে। জাতীয়পার্টি হলো কোটি কোটি মানুষের দল। যে দল বেশির ভাগই সংসদে প্রতিনিধিত্ব করেছে। জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্য বহু আগ থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, যারা জাতীয় পার্টিকে রাজনীতির মাঠ থেকে দূরে রাখতে চায়, তারা বোকার রাজ্যে বাস করে। ষড়যন্ত্র করে জাতীয় পার্টিকে রাজনীতির মাঠ থেকে সরানো যাবে না। সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীর প্রতি আহ্বান জানান অ্যাড. মো. নাজমুল হুদা হিমেল। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল

লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল