সুনামগঞ্জ , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাফত মজলিসের জেলা কমিটি গঠন গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ বইমেলা আমাদের সংস্কৃতি আর জ্ঞানের প্রতীক- জেলা প্রশাসক ২০১৮ সালে নির্বাচনের দায়িত্বে থাকা ৩৩ ডিসিকে ওএসডি বিএনপির বর্ধিত সভা এবার সংসদ ভবন প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা আল-আকসা কিন্ডারগার্টেন উদ্বোধন সাবেক কাউন্সিলর আবুল হাসনাত কাওসার গ্রেফতার শিক্ষকের মারধরে ছাত্র আহত অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে প্রচার সভা ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প হাওরের ফসলরক্ষা বাঁধ এখনো অনেক কাজ বাকি এবারও হাওরের মাটি কাটা হচ্ছে কলমে! জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন জগন্নাথপুরে ৩ দোকান থেকে নগদ অর্থসহ অর্ধকোটি টাকার মোবাইল চুরি মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভাতা বৃদ্ধির দাবিতে রাণীগঞ্জ মাদ্রাসায় মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাসপাতালে অত্যাধুনিক এক্স-রে মেশিন চালু : স্বল্প মূল্যে সেবা পাবেন রোগীরা ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৯:৪৩:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৯:৪৩:০৮ পূর্বাহ্ন
জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ষড়যন্ত্র করে জাতীয় পার্টিকে রাজনীতি থেকে দূরে রাখা যাবে না : অ্যাড. নাজমুল হুদা হিমেল জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে উকিলপাড়াস্থ দলীয় কার্যালয়ে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ শোভাযাত্রা। বুধবার আনন্দ শোভাযাত্রাটি উকিলপাড়াস্থ দলীয় কার্যালয় হতে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির অন্যতম সদস্য জাতীয় ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মো. নাজমুল হুদা (হিমেল)। শোভাযাত্রার পর দলীয় কার্যালয়ে প্রবীণ রাজনীতিবিদ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুল আওয়ালের সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক গোলাম হোসেন অভির পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. জাহির আলী। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির অন্যতম সদস্য জাতীয় ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মো. নাজমুল হুদা (হিমেল)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নজির হোসেন মাস্টার। আরও বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচএম ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন মিয়া, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল, জেলা জাতীয় পার্টির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ শাহ আলম (তুলিপ), যুগ্ম আইন বিষয়ক সম্পাদক শিক্ষানবিশ আইনজীবী মো. আনিসুল হক, দপ্তর সম্পাদক মো. আব্দুর রশিদ, দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা ছাত্রসমাজের সাবেক সভাপতি এমদাদুল হক দিলরব, বর্তমান সভাপতি সজীব আহমদ, ছাতক উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. জুবেদ আলী, জাপা নেতা মনির হোসেন, ছাত্রসমাজের সাবেক সভাপতি সফিকুল আলম উজ্জ্বল, ছাত্রসমাজের সাবেক সদস্য সচিব সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, জাতীয় পার্টি নেতা শিমুল মিয়া, আবু ছালিক মো. মিলন তালুকদার, হাবিবুর রহমান, মো. মানিক মিয়া, সাবেক ছাত্রনেতা সাইদুল ইসলাম, জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন, আব্দুল আজিজ, আমির হোসেন, কাবের হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে শেখ জাহির আলী বলেন, ১১ বছর ধরে আহ্বায়ক কমিটি দিয়ে জেলা জাতীয় পার্টি চলছে যে কমিটির কোন অস্তিত্ব নেই। এই ব্যর্থ আহ্বায়ক কমিটির কারণে সারা জেলার জাতীয় পার্টির রাজনীতি ঝিমিয়ে পড়েছে। ব্যর্থ আহ্বায়ক কমিটি অবিলম্বে বাতিল করে দলের ত্যাগী নেতাকর্মীর হাতে দলকে তুলে দেওয়ার জন্য দলের চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি আহ্বান জানান। প্রধান বক্তা অ্যাডভোকেট মো. নাজমুল হুদা (হিমেল) বলেন, জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টি থাকবে। জাতীয়পার্টি হলো কোটি কোটি মানুষের দল। যে দল বেশির ভাগই সংসদে প্রতিনিধিত্ব করেছে। জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্য বহু আগ থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, যারা জাতীয় পার্টিকে রাজনীতির মাঠ থেকে দূরে রাখতে চায়, তারা বোকার রাজ্যে বাস করে। ষড়যন্ত্র করে জাতীয় পার্টিকে রাজনীতির মাঠ থেকে সরানো যাবে না। সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীর প্রতি আহ্বান জানান অ্যাড. মো. নাজমুল হুদা হিমেল। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ

গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ