জেলকোড অনুসরণ করে কারাগারে থাকা আসামিদের সঙ্গে তার আত্মীয়-স্বজন ও আইনজীবীদের দেখা করার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বুধবার (১৪ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও আইনজীবী তবারক হোসেন। তাদের সহযোগিতা করেন আইনজীবী জামিউল হক ফয়সাল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
পরে ব্যারিস্টার সারা হোসেন বলেন, গত ২১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে বলা হয়, কারাবন্দিদের সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাৎ সাময়িকভাবে স্থগিত করা হলো। তবে ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট বাবর আলী।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
আসামিদের সঙ্গে আইনজীবী ও আত্মীয়দের সাক্ষাতের সুযোগ দিতে নির্দেশ
- আপলোড সময় : ১৫-০৮-২০২৪ ০২:০৭:০০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-০৮-২০২৪ ০২:০৭:০০ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ