সুনামগঞ্জ , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ বইমেলা আমাদের সংস্কৃতি আর জ্ঞানের প্রতীক- জেলা প্রশাসক ২০১৮ সালে নির্বাচনের দায়িত্বে থাকা ৩৩ ডিসিকে ওএসডি বিএনপির বর্ধিত সভা এবার সংসদ ভবন প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা আল-আকসা কিন্ডারগার্টেন উদ্বোধন সাবেক কাউন্সিলর আবুল হাসনাত কাওসার গ্রেফতার শিক্ষকের মারধরে ছাত্র আহত অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে প্রচার সভা ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প হাওরের ফসলরক্ষা বাঁধ এখনো অনেক কাজ বাকি এবারও হাওরের মাটি কাটা হচ্ছে কলমে! জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন জগন্নাথপুরে ৩ দোকান থেকে নগদ অর্থসহ অর্ধকোটি টাকার মোবাইল চুরি মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভাতা বৃদ্ধির দাবিতে রাণীগঞ্জ মাদ্রাসায় মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাসপাতালে অত্যাধুনিক এক্স-রে মেশিন চালু : স্বল্প মূল্যে সেবা পাবেন রোগীরা ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ পুলিশ সুপার আনোয়ার হোসেনকে প্রত্যাহার
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

দেশের প্রত্যেকটা আন্দোলন-সংগ্রামকে সফল করেছে ছাত্রদল

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৯:৩৬:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৯:৪৫:৫৩ পূর্বাহ্ন
দেশের প্রত্যেকটা আন্দোলন-সংগ্রামকে সফল করেছে ছাত্রদল
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সুনামগঞ্জে বিশাল র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল সাড়ে ১০টা থেকেই পৌর শহরের পুরাতন বাসস্টেশনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও আঞ্চলিক ইউনিট থেকে মিছিল করে বিপুল সংখ্যক ছাত্রদলের নেতাকর্মী জড়ো হন। পরে জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়ার নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোসেন বখত চত্বরে সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব তারেক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক ও বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন। তিনি তার বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে আজকের এইদিনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ রক্ষার প্রত্যেকটি আন্দোলন ও জনগণ রক্ষার আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের জীবন উৎসর্গ করেছেন। আন্দোলনে অনেকেই শহীদ হয়েছেন তারপরও নিরলসভাবে রাজপথ দখলে রেখে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামকে সফল করেছেন। কলিম উদ্দিন আহমদ মিলন আরও বলেন, স্বৈরশাসককে বিদায় করতে গিয়েও ছাত্রদল উজ্জ্বল স্বাক্ষর রেখেছে। মামলা হামলা ও গুলি খেয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ১২০০ জনের মধ্যে ৬৫৩ জনই বিএনপি ও ছাত্রদলের। আজকের এই দিনে সেই সমস্ত শহীদ যারা আগস্টের গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন এবং গত ১৫ বছর যারা তিলে তিলে আন্দোলন গড়ে তুলেছেন, বিভিন্ন সময়ে শহীদ হয়েছেন এবং আমাদের নেতা ইলিয়াস আলীসহ ছয় শতাধিক নেতাকর্মী গুম হয়েছেন তাদের সকলকে স্মরণ করছি। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে মিলন বলেন, আপনারা অনতিবিলম্বে সংস্কার শেষ করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিবেন। জনগণ স্বাধীন মতো তার ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে। আমরা সতর্ক করে দিয়ে বলতে চাই, বাংলাদেশের সকল আন্দোলনে ছাত্রদল যেভাবে গৌরব উজ্জ্বল ভূমিকা রেখেছে তা আগামীতেও ধরে রাখবে। তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের এই প্রেক্ষাপটে সুস্পষ্টভাবে বলে দিতে চাই এই অভ্যুত্থান এবং জনগণের বিজয়কে আমরা কখনও পরাজিত হতে দিব না ইনশাআল্লাহ। আজকের দিনে শপথ হচ্ছে শহীদদের রক্তে অর্জিত বিজয়কে ধরে রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, অ্যাডভোকেট শেরেনূর আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, মাসুক আলম, নাদের আহমদ, আকবর আলী, আনিসুল হক, রেজাউল হক, আ.ত.ম মিসবাহ্, এটিএম হেলাল, মুনাজ্জির হোসেন সুজন, আবুল মনসুর শওকত, নজরুল ইসলামসহ জেলা ও উপজেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ

গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ