বিশ্বম্ভরপুরে বিএনপি’র আনন্দ মিছিল
- আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৯:৩৪:০৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৯:৩৪:০৭ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
জেলা বিএনপির আহ্বায়ক কমিটি’র সদস্য ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ স¤পাদক অ্যাড. আব্দুল হককে জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে স্বাক্ষর ক্ষমতা প্রদানসহ ৩৭ সদস্যর এ কমিটিতে নতুন করে আহ্বায়ক কমিটি’র সদস্য হিসেবে জেলা যুবদলের আহ্বায়ক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল মনসুর শওকত, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীনসহ আরো ৩ জনকে যুক্ত করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী মো. রাজু আহমদের নেতৃত্বে বিশ্বম্ভরপুর উপজেলা সদরে বুধবার দুপুরে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও অ্যাড. আব্দুল হকের বলিষ্ঠ নেতৃত্বে দুর্বার গতিতে বিএনপির এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
ইতোপূর্বে সুনামগঞ্জ জেলা বিএনপির কমিটি বাতিল করে গেল ৪ নভেম্বর সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক স¤পাদক কলিম উদ্দিন আহমদ মিলনকে আহ্বায়ক নির্বাচিত করে ৩২ সদস্যের জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় বিএনপি। মঙ্গলবার নতুন ৫ সদস্যসহ ৩৭ সদস্যে উন্নীত হলো নতুন এ আহ্বায়ক কমিটি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ