সুনামগঞ্জ , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমার ভাঙনে বদলে যাচ্ছে ৩ গ্রামের মানচিত্র, ভাঙন রোধে নেই পদক্ষেপ ‘ডিসেম্বরই শেষ সময়’, আজ যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি ফসল তোলার উৎসব-সংগ্রামে একাকার হাওর-ভাটির কৃষক উৎকণ্ঠার মধ্যেই হাওরে ধান কাটার ধুম কোন কৃষককে হয়রানি করা যাবে না : খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বিএনপি ও কৃষক দলের সংবাদ সম্মেলন বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধির দাবি তৃতীয় দিনের মতো আন্দোলনে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে এবার শিক্ষার্থীদের সড়ক অবরোধ বেড়েছে অগ্নিকান্ডের ঘটনা, তিন মাসে জেলায় ৮৭ অগ্নিদুর্ঘটনা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, দুশ্চিন্তায় কৃষক জগন্নাথপুরে ভোক্তা অধিকার আইন বিষয়ক সভা ঢাকা ছাড়তে পুলিশের আবেদনের হিড়িক, ছয় মাসে সাড়ে সাত হাজারের বেশি বদলির আবেদন সিলেটে ছাত্রলীগ কর্মী খুন সীমান্তে ভারতীয় ১২ গরু জব্দ হাসপাতাল চালুর দাবিতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন বর্ণিল আয়োজনে বর্ষবরণ হাওরে চড়ক উৎসবে মানুষের ঢল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, দ্রুত পাকা ধান কাটার আহ্বান

মাইজবাড়িতে ‘ভাইয়াপি রোয়া উৎসব’

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৯:৩২:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৯:৩২:২৫ পূর্বাহ্ন
মাইজবাড়িতে ‘ভাইয়াপি রোয়া উৎসব’
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়িতে এলাকাবাসীর উদ্যোগে ‘ভাইয়াপি রোয়া উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাইজবাড়ির পশ্চিমপাড়া মসজিদ সংলগ্ন জমিতে এই উৎসব অনুষ্ঠিত হয়। মাইজবাড়ির বাসিন্দা শফিকুল ইসলাম জানান, এ বছর মসজিদের এই জমিটি লিজ আনা হয়েছে ৫ জনের অধীনে। তারা হলেন- জহুর উদ্দিন, ছয়ফুল, ময়মা, সুমন ও আমিরুল। জমিটি তাদের নামে লিজ আনা হলেও গ্রামবাসী সবাই মিলে ওই জমিতে কাজ করেছেন। মাইজবাড়ি গ্রামের পশ্চিমপাড়াবাসী নতুন বছরের প্রথম দিন সকাল থেকে দুপুর পর্যন্ত বোরো ধানের রোপণ উৎসবে মেতে ওঠেন। ১৪ কেয়ার জমিনে কৃষক-সাধারণ মানুষসহ মোট ৯০ জন ছিলেন। তারা বাদ্যের তালে তালে আনন্দে উদ্বেলিত হয়ে জমিতে বোরো ধানের চারা রোপণ করেছেন। এলাকার ছোট-বড় সবাই একত্রিত হয়ে কঠিন কাজকে সহজ করা যায় তা আজকে প্রমাণ দিলেন। শফিকুল ইসলাম বলেন, এই উৎসবে চল্লিশ-পঞ্চাশ বছর আগের কথা মনে করিয়ে দেয়। ঐতিহ্যবাহী এই ধরনের উৎসব আগে সমগ্র সুনামগঞ্জ জেলায় প্রচলিত ছিল। কালের বিবর্তনে এগুলো এখন মানুষের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। আমরা শুনতাম আগের বাপ-চাচা, দাদা-নানারা এমন উৎসবের আয়োজন করতেন। তারা সবাই একসাথে কাজ করতেন। তা আজকে আমরা নিজ চোখে দেখে আপ্লুত হয়েছি। বোরো ধানের চারা রোপণ শেষে এলাকাবাসীর জন্য ছিল ভুরিভোজের আয়োজন। এসময় তারা একসাথে দুপুরের খাবার খেয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স