সুনামগঞ্জ , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমার ভাঙনে বদলে যাচ্ছে ৩ গ্রামের মানচিত্র, ভাঙন রোধে নেই পদক্ষেপ ‘ডিসেম্বরই শেষ সময়’, আজ যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি ফসল তোলার উৎসব-সংগ্রামে একাকার হাওর-ভাটির কৃষক উৎকণ্ঠার মধ্যেই হাওরে ধান কাটার ধুম কোন কৃষককে হয়রানি করা যাবে না : খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বিএনপি ও কৃষক দলের সংবাদ সম্মেলন বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধির দাবি তৃতীয় দিনের মতো আন্দোলনে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে এবার শিক্ষার্থীদের সড়ক অবরোধ বেড়েছে অগ্নিকান্ডের ঘটনা, তিন মাসে জেলায় ৮৭ অগ্নিদুর্ঘটনা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, দুশ্চিন্তায় কৃষক জগন্নাথপুরে ভোক্তা অধিকার আইন বিষয়ক সভা ঢাকা ছাড়তে পুলিশের আবেদনের হিড়িক, ছয় মাসে সাড়ে সাত হাজারের বেশি বদলির আবেদন সিলেটে ছাত্রলীগ কর্মী খুন সীমান্তে ভারতীয় ১২ গরু জব্দ হাসপাতাল চালুর দাবিতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন বর্ণিল আয়োজনে বর্ষবরণ হাওরে চড়ক উৎসবে মানুষের ঢল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, দ্রুত পাকা ধান কাটার আহ্বান

বছরের প্রথম দিনে মিলেনি নতুন বই খালি হাতে ফিরেছে বেশিরভাগ শিক্ষার্থী

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৯:৩১:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৯:৩১:১৭ পূর্বাহ্ন
বছরের প্রথম দিনে মিলেনি নতুন বই খালি হাতে ফিরেছে বেশিরভাগ শিক্ষার্থী
স্টাফ রিপোর্টার :: ১ জানুয়ারি দেশের প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কাছে বিনামূল্যের বই পৌঁছে দেয়ার কথা থাকলেও এ বছর তা সম্ভব হয়নি। সুনামগঞ্জেও বই না পেয়ে খালি হাতে ফিরেছে বেশিরভাগ শিক্ষার্থী। খোজ নিয়ে জানাযায়, বুধবার দুপুরের দিকে সুনামগঞ্জের প্রাক প্রাথমিক, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন বই জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আসে। তা বিভিন্ন বিদ্যালয়ে বিতরণ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। ফলে কয়েকটি বিদ্যালয় ছাড়া বছরের প্রথম দিনে নতুন বই সব বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে তুলে দেয়া সম্ভব হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, সুনামগঞ্জের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য যে বই পাওয়া গেছে তা-ও পর্যাপ্ত নয়। এছাড়া চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এখনও কোন বই আসেনি। এদিকে সুনামগঞ্জ শহরের বিভিন্ন বিদ্যালয়ে ঘুরে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীরা এসেছে নতুন বইয়ের আশায়। কিন্তু তাদের খালে হাতেই বাড়ি ফিরতে হয়েছে। এ জন্য তারা হতাশা প্রকাশ করেছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস জানান, বুধবার সকল উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে। প্রাক-প্রাথমিক থেকে শুরু করে ৩য় শ্রেণি পর্যন্ত বই বিতরণ করা হয়েছে। তবে আগামী ১৫ জানুয়ারির আগে সব বই পেয়ে যাবো। অপরদিকে, সুনামগঞ্জের মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বইও পায়নি। বছরের প্রথম দিনে খুশি মনে বিদ্যালয়ে গেলেও খালি হাতে হতাশ হয়ে বাড়ি ফিরেছে তারা। জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ২৩৩টি, এবতেদায়ী ও মাধ্যমিক পর্যায়ের মাদরাসা রয়েছে ৯২টি এবং কারিগরি উচ্চ বিদ্যালয় রয়েছে ১৫টি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সংখ্যা আড়াই লাখ। এসব শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা পাঠানো হয়েছিল ৩৪ লাখ ৫৭ হাজার ৪৯০টি। কিন্তু ডিসেম্বর মাসে কোন শ্রেণির একটি বইও সুনামগঞ্জে পৌঁছেনি। যার কারণে বছরের প্রথম দিন নতুন বই পায়নি কোনো শিক্ষার্থী। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, নতুন কারিকুলামে বই ছাপানোর কারণে বই পেতে একটু বিলম্ব হয়েছে, যার কারণে প্রথম দিনে নতুন বই বিতরণ করা যায়নি। আশা করি আজ রাতের মধ্যেই গাড়ি চলে আসবে। আশা করি বৃহ¯পতিবার শিক্ষার্থীদের হাতে নতুন বই আমরা পৌঁছে দিতে পারব। তবে সব উপজেলায় নয়। ২/৩টি উপজেলায় হবে। পরবর্তীতে সব উপজেলায় বই বিতরণ হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স