বৈষম্যহীন দেশ গড়তে আলোচনা সভা
- আপলোড সময় : ০১-০১-২০২৫ ১২:৩০:৩৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-০১-২০২৫ ১২:৩০:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
জেলা তথ্য অফিস সুনামগঞ্জের আয়োজনে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, গত সোমবার সকালে তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ বৈষম্যহীন জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসাক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি তার বক্তব্যে বলেন, তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধি বৈষম্যহীন জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়তে হলে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবস¤পদ ব্যবস্থাপনা) সুনজিত কুমার চন্দ, অধ্যক্ষ (অব.) সৈয়দ মহিবুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মো. শামস উদ্দিন, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. রোকসানা পারভীন, সহকারী অধ্যাপক আব্দুল হালিম, সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দ্দোজা আহমেদ, সদস্য সচিব মেহেদী হাসান সাকিবসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ শাখার অন্যান্য ছাত্র সংগঠক। এসময় সুনামগঞ্জ জেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ