আব্দুন নুর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
- আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৯:১৯:১৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৯:১৯:১৫ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলার আস্কর তালুকদার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আব্দুন নুর চেয়াম্যান স্মৃতি মেধা বৃত্তি-২০২৪ এর ফল প্রকাশ করা হয়েছে। সোমবার বিকাল ৩টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আস্কর তালুকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও দৈনিক আমার দেশ পত্রিকার সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমেদের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, কামরূপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণধীর মজুমদার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ স¤পাদক সোহেল তালুকদার।
এবারের বৃত্তি পরীক্ষায় মেধাক্রমানুসারে ১ম গ্রেডে ২০ জন ও ২য় গ্রেডে ৩০ জন সহ মোট ৫০ জন উত্তীর্ণ হয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ