সীমান্তে ৩০ লক্ষাধিক টাকার অবৈধ পণ্য জব্দ
- আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৯:১৭:২৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৯:১৭:২৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলার একাধিক সীমান্তে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৩০ লাখ ৪১ হাজার টাকার ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে বিজিবি ২৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি টিম।
এসব মালামালের মধ্যে রয়েছে ১৬টি ভারতীয় গরু, ৯৫ কেজি চিনি, ১ হাজার কেজি কয়লা, ৩২০ কেজি শুঁটকি, ৪৪০ কেজি কমলা, ৪৩ বোতল মদ, ৬টি বিয়ার, ১৭০ ঘনফুট বালু, ২৭০ কেজি বাংলাদেশী সুপারিসহ ১টি যানবাহন। এসব মালামালের আনুমানিক মূল্য ৩০ লক্ষ ৪১ হাজার টাকা।
সুনামগঞ্জ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, জব্দকৃত মদ এবং বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং গরু, চিনি, কয়লা, কমলা, বালু, শুঁটকি, সুপারি, যানবাহন সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ