গাঁজাসহ অটোরিকসা চালক গ্রেফতার
- আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৯:১২:৩২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৯:১২:৩২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুরে গাঁজাসহ মাসুক আলী (৪৮) নামে এক অটোরিকসা চালককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ ডিসেম্বর) রাতে জগন্নাথপুর পৌরশহর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পৌর এলাকার ইকড়ছই গ্রামের মৃত আতিক আলীর ছেলে। সোমবার দুপুরে তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মাসুক আলী ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার নিকট থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ