সুনামগঞ্জ , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমার ভাঙনে বদলে যাচ্ছে ৩ গ্রামের মানচিত্র, ভাঙন রোধে নেই পদক্ষেপ ‘ডিসেম্বরই শেষ সময়’, আজ যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি ফসল তোলার উৎসব-সংগ্রামে একাকার হাওর-ভাটির কৃষক উৎকণ্ঠার মধ্যেই হাওরে ধান কাটার ধুম কোন কৃষককে হয়রানি করা যাবে না : খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বিএনপি ও কৃষক দলের সংবাদ সম্মেলন বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধির দাবি তৃতীয় দিনের মতো আন্দোলনে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে এবার শিক্ষার্থীদের সড়ক অবরোধ বেড়েছে অগ্নিকান্ডের ঘটনা, তিন মাসে জেলায় ৮৭ অগ্নিদুর্ঘটনা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, দুশ্চিন্তায় কৃষক জগন্নাথপুরে ভোক্তা অধিকার আইন বিষয়ক সভা ঢাকা ছাড়তে পুলিশের আবেদনের হিড়িক, ছয় মাসে সাড়ে সাত হাজারের বেশি বদলির আবেদন সিলেটে ছাত্রলীগ কর্মী খুন সীমান্তে ভারতীয় ১২ গরু জব্দ হাসপাতাল চালুর দাবিতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন বর্ণিল আয়োজনে বর্ষবরণ হাওরে চড়ক উৎসবে মানুষের ঢল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, দ্রুত পাকা ধান কাটার আহ্বান

দেখার হাওরের প্রয়োজনীয় স্থানে নেয়া হয়নি বাঁধের প্রকল্প : উদ্বিগ্ন কৃষক

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৯:০৭:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৯:০৭:৪৮ পূর্বাহ্ন
দেখার হাওরের প্রয়োজনীয় স্থানে নেয়া হয়নি বাঁধের প্রকল্প : উদ্বিগ্ন কৃষক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলা লক্ষণশ্রী ইউনিয়নের অন্তর্গত দেখার হাওরের ছলিমপুর গ্রাম সন্নিকটে বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণ না হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। গত বছরও ওই এলাকায় ফসলরক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছিল। তবে ফসল রক্ষার প্রয়োজনীয় স্থানে বাঁধের প্রকল্প গ্রহণ করা হয়নি। তাই আগাম বন্যার হাত থেকে বোরো ফসলরক্ষায় ছলিমপুর এলাকায় বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন কৃষকরা। জানাযায়, এবার দেখার হাওরের একাংশ টলামারা স্লুইস গেইটের দুই পাশে মাটি ভরাটের কোনো উদ্যোগ নেয়া হয়নি। হাওরপাড়ের ছলিমপুরের পাশে খৈয়াকাইমা, ভৈষা বিলের খাড়া, গছিলারা কালাডোয়ার নামক স্থানে ক্লোজার বন্ধকরণে এবার কোনো উদ্যোগ নেয়া হয়নি। তাই শত শত একর বোরো ফসল আগাম বন্যার ঝুঁকিতে থাকবে। এই কারণে কৃষকরা এখনই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। স্থানীয় কৃষকরা জানান, এবার আগাম বন্যা না হলেও সুরমা নদী থেকে উজানের ঢলের পানি এসে ভেসে যাবে দেখার হাওর। এই হাওরে মোল্লাপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানের পানি খাল দিয়ে প্রবেশ এবং সুনামগঞ্জ শহরের বিভিন্ন খাল দিয়ে পানি প্রবাহিত হয়ে দেখার হাওরের এসব ফসল তলিয়ে যায়। তাই এবার আগাম বন্যায় বোরো ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তারা। দেখার হাওরের কৃষক আব্দুল আলী বলেন, এবার ফসল রক্ষা বাঁধ না হওয়ায় আমাদের বোরো জমি আগাম বন্যার ঝুঁকির মুখে থাকবে। বাঁধ নির্মাণের এখনো সময় আছে। দ্রুত বাঁধ নির্মাণের দাবি আমাদের। কৃষক সুজাত মিয়া বলেন, হাওরের এই স্থানে প্রতি বছর বাঁধ নির্মাণ হয়। এবার হলো না কেন। ভাবতেও অবাক লাগে। উজানের সামান্য পানিতে এখানকার ফসল তলিয়ে যায়। এসব ক্লোজার বন্ধ করা জরুরি প্রয়োজন। কৃষক সাহেব আলী বলেন, কম বেশি যেমন বরাদ্দ হোক। ফসলরক্ষা বাঁধ তো নির্মাণ প্রয়োজন ছিলো। এই বাঁধ জরুরিভিত্তিতে নির্মাণ প্রয়োজন। লক্ষণশ্রী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, হাওরের এসব ফসলরক্ষা বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। কারণ প্রতিবছর সুরমা নদীর পানি শহরের বিভিন্ন দিকে প্রবেশ করে এবং মোল্লাপাড়া ইউনিয়নের পুরো পানি এই হাওরে প্রবেশ করে। এতে হাওরের ফসল ঝুঁকির মুখে পড়ে। তাই এখানকার বাঁধ বা ক্লোজারগুলো বন্ধকরণ অতিজরুরি। পানি উন্নয়ন বোর্ড সদর উপজেলার এসও আতিকুর রহমান বলেন, এবার ছলিমপুরের পাশের একাধিক ফসলরক্ষা বাঁধ নির্মাণের জন্য কেউ উদ্যোগ নেননি। তাই এবার এসব বাঁধ নির্মাণে পিআইসি গঠন হয়নি। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, গত বছর সদর উপজেলায় দেখার হাওরের ছলিমপুর এলাকায় বেড়িবাঁধ ও ক্লোজার বন্ধকরণে কাজ হয়েছিল। এবার হাওর নিরাপদ রাখতে অন্যদিকে ফসলরক্ষা বাঁধ নির্মাণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ