জামালগঞ্জে পিআইসি’র সদস্যদের নিয়ে কর্মশালা
- আপলোড সময় : ২৯-১২-২০২৪ ০৯:৩০:৩৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৯-১২-২০২৪ ০৯:৩০:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সংশোধিত কাবিটা নীতিমালা- ২০১৭ অনুযায়ী ২০২৪-২০২৫ অর্থ বছরে গঠিত পিআইসি কমিটির সদস্যদের নিয়ে জামালগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জামালগঞ্জের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা কাবিটা স্কীম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূরের সভাপতিত্বে কমিটির সদস্য সচিব পাউবো’র উপসহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনির পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কাবিটা স্কীম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন, সদস্য আব্দুর রব, মো. আব্দুল মালিক, শাহ মো. শাজাহান, ফখরুল আলম চৌধুরী, জেলা কাবিটা কমিটির সদস্য সাইফুল আলম চৌধুরী, উপজেলা কাবিটা কমিটির সদস্য বীণা রাণী তালুকদার, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলা শাখার সাধারণ স¤পাদক অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। আরও বক্তব্য রাখেন পিআইসি সভাপতি সানোয়ার হোসেন, ফাইজুল কবির প্রমুখ।
এসময় সভাপতির বক্তব্যে মুশফিকীন নূর কাবিটা নীতিমালা অনুযায়ী হাওরে বাঁধের কাজ সঠিক সময়ে স¤পন্ন করতে তাগিদ দেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ