সাদপন্থি শীর্ষ নেতা জিয়া বিন কাসেম গ্রেফতার
- আপলোড সময় : ২৯-১২-২০২৪ ০৯:১৬:১৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৯-১২-২০২৪ ০৯:১৬:১৬ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
টঙ্গী ইজতেমা মাঠে বিশৃঙ্খলা ও মুসল্লিদের ওপর হামলার ঘটনায় সাদপন্থি শীর্ষ নেতা জিয়া বিন কাসেমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি ঢাকা জেলার সাভার থানার বাসিন্দা এবং তিনি টঙ্গী পশ্চিম থানায় জুবায়েরপন্থিদের করা এক মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার একটি মামলায় এ দিন ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে।
তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, সাদপন্থি সমর্থকেরা টঙ্গী ইজতেমা ময়দানে মুসল্লিদের ওপর হামলা ও তাদের হত্যায় সরাসরি জড়িত।
টঙ্গী পশ্চিম থানার ওসি বলেন, গ্রেফতারের সময় ডবলমুরিং থানার টিমের সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন। আসামিকে আজকেই গাজীপুরের টঙ্গী থানায় হস্তান্তর করা হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ