থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও পটকা না ফোটানোর অনুরোধ
- আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৯:৫১:৩০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৯:৫১:৩০ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
ইংরেজি নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো শাস্তিযোগ্য অপরাধ এবং এ ধরনের কর্মকা- থেকে থার্টি ফার্স্ট নাইটে বিরত থাকার অনুরোধ জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ বিষয়ে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, থার্টি ফার্স্ট নাইটে দেশব্যাপী আতশবাজি ও পটকা ফোটানো হয়ে থাকে। এটি শব্দদূষণ ও বায়ুদূষণে ভিন্ন মাত্রা যোগ করে। এর আগে এক থার্টি ফার্স্ট নাইটে আতশবাজির শব্দে ভয় পেয়ে হৃদরোগে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয় বলে খবর প্রকাশিত হয়েছে।
অতিরিক্ত শব্দের কারণে শ্রবণশক্তি ও স্মরণশক্তি কমে যাওয়া, ঘুমের ব্যাঘাত, দুশ্চিন্তা, উগ্রতা, উচ্চ রক্তচাপ, কান ভোঁ ভোঁ করা, মাথা ঘোরা, মানসিক অস্থিরতা, স্ট্রোক, হৃদরোগের ঝুঁকি বাড়াসহ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা হতে পারে।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর ৭ বিধি লঙ্ঘন করে অননুমোদিতভাবে ইংরেজি থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময় আতশবাজি ও পটকা ফোটালে তা বিধিমালার ১৮ বিধি অনুযায়ী দ-নীয় অপরাধ হিসেবে গণ্য।
এই আইনের ব্যত্যয় হলে বা ভঙ্গ করলে প্রথম অপরাধের জন্য অনধিক ০১ (এক) মাস কারাদ- বা অনধিক ৫ হাজার টাকা অর্থদ- বা উভয়দ- এবং পরবর্তী অপরাধের জন্য অনধিক ০৬ (ছয়) মাস কারাদ- বা অনধিক ১০ (দশ) হাজার টাকা অর্থদ- বা উভয়দ- দেওয়ার বিধান রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ