শান্তিগঞ্জে অগ্নিকান্ডে ৩ পরিবার নিঃস্ব
- আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৯:৩৯:৩৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৯:৩৯:৩৮ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকা-ে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে বসতঘর হারিয়ে নিঃস্ব হয়ে গেছে ৩টি পরিবার। ক্ষতি হয়েছে প্রায় ১০ লক্ষাধিক টাকার। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামে এই অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্তরা হলেন রহিদ আলী, রহিদ আলীর ছেলে হাফিজুর রহমান ও মৃত ইব্রাহিম আলীর ছেলে ফয়জুর রহমান। ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত হাফিজুর রহমান।
হাফিজুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টায় বিদ্যুতের লাইন বিস্ফোরণ থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়লে নিমিষেই সবকিছু শেষ হয়ে গেছে। পুড়ে ছাই হয়েছে পরনের কাপড়, আসবাবপত্র, স্বর্ণালংকার, দলিলদস্তাবেজ, এনআইডি কার্ড, জন্মনিবন্ধন সনদ, নগদ টাকা, ঘরে রাখা ধানসহ যাবতীয় সবকিছু। এতে ৩ পরিবারের প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের পুলিশ অফিসার ঘটনাস্থলে গিয়েছেন।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে কিছু শুকনো খাবার, নগদ অর্থ দেওয়া হয়েছে। আগামীকাল কিছু টিন দেবো।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ