ধর্মপাশায় শ্রেণিকক্ষ নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান
- আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৯:১৮:১৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৯:১৮:১৫ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা সদরের ধর্মপাশা পশ্চিমপাড়া গ্রামে প্রতিষ্ঠিত মোহাম্মাদিয়া সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের একটি শ্রেণিকক্ষ নির্মাণের জন্য শুক্রবার বিকেল চারটার দিকে নগদ দুই লাখ টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে। কাজী রুবি হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইংল্যান্ড প্রবাসী আলহাজ্ব শাহ খায়রুন নেছার পক্ষ থেকে মোহাম্মাদিয়া সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে ওই প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি হায়দার জাহান খান পাঠানের হাতে নগদ এই অর্থ তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি কাজী মাজহারুল হক, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, মোহাম্মাদিয়া সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম মাওলানা জালাল উদ্দিন, ধর্মপাশা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী সোহান আহমেদ প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ