ধর্মপাশায় এনজিওদের মাসিক সমন্বয় সভা
- আপলোড সময় : ২৭-১২-২০২৪ ১২:২৯:০৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-১২-২০২৪ ১২:২৯:০৮ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহ¯পতিবার সকাল ১১টার দিকে এ উপজেলায় কর্মরত এনজিওদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন এতে সভাপতিত্ব করেন। সভায় এনজিওদের বিভিন্ন কার্যক্রম, কর্মপরিকল্পনা ও কাজ করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কী না তা নিয়ে আলোচনা করা হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল তুষার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উৎপল কুমার সরকার, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, বেসরকারি সংস্থা পারির মনটরিং অফিসার মনিরুজ্জামান মজুমদার প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ