সুনামগঞ্জ , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়ছে সরিষা চাষ : হাওরে উৎপাদন হবে ৬৫ কোটি টাকার সরিষা সচিবালয়ের ৭ নম্বর ভবন : ৬ থেকে ৯ তলা পুড়ে ছাই তাহিরপুরে পিআইসি গঠনে অনিয়ম : প্রকল্পে যুক্ত করা হয়েছে ছাত্র ও রাজনৈতিক নেতাদের টাঙ্গুয়ার হাওরে সংরক্ষিত জলাশয়ে খাস কালেকশনের নামে মৎস্য আহরণ! ৯০ লক্ষাধিক টাকার অবৈধ পণ্য জব্দ সুনামগঞ্জে বাণিজ্যমেলা শুরু হবে ১৫ জানুয়ারি দৈনিক ইত্তেফাকের ৭২ বছরে পদার্পণ উদযাপিত দোয়ারাবাজারে খাস জমি দখলের হিড়িক, গড়ে উঠছে নতুন নতুন স্থাপনা শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির নির্বাচন আজ তকমার রাজনীতি হালুয়ারগাঁওয়ে নিরীহ পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর, আহত ৩ মল্লিকপুরে চিকিৎসকের ওপউর হামলা, ফার্মেসিসহ ৩ প্রতিষ্ঠানে ভাঙচুর চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬ সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে মানববন্ধন পিআইসি গঠন হয়নি ২৬০টি প্রকল্পে, কাজ শুরু হয়নি ৯৮ শতাংশ বাঁধে দেখার কেউ নেই : মৌলা নদী থেকে অবাধে লুট হচ্ছে বালু ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের উদ্বোধন বিএনপি ক্ষমতায় আসলে সকল অন্যায়ের বিচার করা হবে : ডা. জাহিদ হোসেন ২৯ ডিসেম্বর লন্ডন যাত্রা করবেন খালেদা জিয়া

তাহিরপুরে পিআইসি গঠনে অনিয়ম : প্রকল্পে যুক্ত করা হয়েছে ছাত্র ও রাজনৈতিক নেতাদের

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ১২:২৬:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ১২:২৬:১২ পূর্বাহ্ন
তাহিরপুরে পিআইসি গঠনে অনিয়ম : প্রকল্পে যুক্ত করা হয়েছে ছাত্র ও রাজনৈতিক নেতাদের
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে হাওরের ক্ষতিগ্রস্ত ফসলরক্ষা বাঁধ মেরামতের লক্ষ্যে গঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি মো. আবুল হাসেম স্বাক্ষরিত ৩০ পিআইসি’র খসড়া তালিকা অনুমোদন হওয়ার পর পিআইসি গঠনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেন কৃষকরা। স্থানীয় কৃষকদের পিআইসিতে যুক্ত না করে বহিরাগত, ছাত্র ও রাজনৈতিক ব্যক্তিদের কমিটিতে যুক্ত করা হয়েছে। এ নিয়ে হাওরপাড়ের কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তবে, অনুমোদন হওয়া খসড়া তালিকা বাতিল করে নতুন করে কৃষকদের নিয়ে কমিটি গঠন করার দাবি স্থানীয় কৃষকদের। অনুমোদন হওয়া খসড়া তালিকায় দেখা যায়, প্রতিবছরের ন্যায় এবছরও রাজনৈতিক ব্যক্তিবর্গ ও কৃষক নয়, এমন ব্যক্তি এবং ছাত্রদের নিয়ে পিআইসি গঠন করা হয়েছে। সূত্র জানায়, উপজেলার এক প্রভাবশালী নেতার সুপারিশে মহালিয়া হাওর উপ-প্রকল্পের ২৫নং পিআইসি কমিটিতে শ্রীপুর (দক্ষিণ) ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাইকুল ইসলামকে সভাপতি এবং একই ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ আলমকে সদস্য সচিব করা হয়েছে। অনুমোদন হওয়া এই পিআইসি’র সভাপতি সাইকুল ইসলামের মহালিয়া হাওরে কিছু ফসলি জমি থাকলেও মহালিয়া হাওরে এই পিআইসির সদস্য সচিব ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ আলমের এক ইঞ্চি জমিও নেই। তারা দুজনই রাজনীতির পাশাপাশি জড়িত আছেন ব্যবসার সাথে। এদিকে মহালিয়া হাওর উপ-প্রকল্পের ২৮ নং পিআইসি কমিটিতে শ্রীপুর (দ.) ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি খসরুল ইসলামকে সভাপতি এবং তার ভাতিজা বিশ্বম্ভরপুর উপজেলার দিগেন্দ্র বর্মণ সরকারি কলেজের ছাত্র আনিসুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। খসরুল ইসলাম সুলেমানপুর বাজারের একজন ব্যবসায়ী ও সুলেমানপুর বাজার ফেরিঘাটের ইজারাদার বলে জানা যায়। অন্যদিকে, মহালিয়া হাওর উপ-প্রকল্পের ২৬নং পিআইসির সভাপতি করা হয়েছে শ্রীপুর (দ.) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবুল মিয়ার ঘনিষ্ঠজন মাফিক মিয়া এবং সদস্য সচিব করা হয়েছে ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মনির মিয়াকে। এদিকে উপজেলার শনির হাওরের তীরবর্তী মাড়ালা গ্রামের বাসিন্দা রুবেল আহমেদকে সভাপতি ও সাইদুল ইসলামকে সদস্য সচিব করে ২৭নং পিআইসির অনুমোদন দেওয়া হয়েছে। মহালিয়া হাওর উপ-প্রকল্পের অপর একটি কমিটিতে (২৪ নং) সদস্য করা হয়েছে বিএনপি নেতা দুলাল মিয়াকে। দুলাল মিয়া গতবছর এই হাওরের একটি প্রকল্পের সদস্য সচিব ছিলেন, তবে সেই সময় তার বিরুদ্ধে বাঁধ নির্মাণকাজে অনিয়ম ও গাফিলতির অভিযোগ উঠেছিল। অভিযোগ আছে, হাওরের প্রকৃত কৃষকদের বাদ দিয়ে শুধু মহালিয়া হাওর নয়, উপজেলার শনি ও মাটিয়ান হাওরেও বেশ কয়েকটি পিআইসি কমিটি তুলে দেওয়া হয়েছে অকৃষকের হাতে। ফলে কৃষকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। মহালিয়া হাওরের কয়েকজন কৃষক জানান, প্রকৃত কৃষকদের বাদ দিয়ে এই হাওরে পিআইসির দায়িত্ব দেওয়া হয়েছে রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী ও একজন ছাত্রকে। তাছাড়া একটি প্রকল্পে চাচা সভাপতি, ভাতিজা দিগেন্দ্র বর্মণ সরকারি কলেজের ছাত্রকে সদস্য সচিব করা হয়েছে। কিভাবে তারা পিআইসি কমিটি পেল তা নিয়ে এখন জনমনে প্রশ্ন উঠেছে। মাটিয়ান হাওরপাড়ের কৃষক লিমন মিয়া বলেন, প্রতি বছর নীতিমালা অনুযায়ী গণশুনানীর মাধ্যমে পিআইসি কমিটি গঠন করা হয়। এই বছর গণশুনানী হয়েছে কিন্তু গণশুনানী করার পর প্রকৃত কৃষককে বাদ দিয়ে পিআইসি কমিটি গঠন করা হয়েছে, যা নীতিমালা বহির্ভূত। আমরা প্রকৃত কৃষক যারা আছি তারা এই অনিয়মের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। পাশাপাশি আমরা হাওরবাসী এই প্রকাশিত কমিটি বাতিলের দাবি জানাই। এ বিষয়ে তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেমের কাছে জানতে চাইলে তিনি বলেন, খসড়া তালিকা অনুমোদন করা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বাড়ছে সরিষা চাষ : হাওরে উৎপাদন হবে ৬৫ কোটি টাকার সরিষা

বাড়ছে সরিষা চাষ : হাওরে উৎপাদন হবে ৬৫ কোটি টাকার সরিষা