সুনামগঞ্জ , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ তাহিরপুরে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ ৬ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার জব্দ ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে কবে থেকে কার্যকর হবে? একটি মহল চেষ্টা করছে গণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় না আসে : মির্জা ফখরুল বর্জ্যে ভুগছে টাঙ্গুয়ার হাওর হাওরের ফসল রক্ষায় প্রায় চূড়ান্ত ২,২৪৮ কোটি টাকার প্রকল্প সুনামগঞ্জ মা ও শিশুকল্যাণ কেন্দ্র বরাদ্দের অভাবে বন্ধ নির্মাণকাজ ইশতেহার তৈরি করছে বিএনপি, গোপনে চলছে প্রার্থী যাচাই সভাপতি ও সম্পাদক পদে লড়ছেন চারজন জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত কবি ইকবাল কাগজী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আর নেই প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম শৃঙ্খলা ফিরছে না টাঙ্গুয়ার হাওরে গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হবে : জেলা প্রশাসক শুভ জন্মদিন কবি ইকবাল কাগজী ফিটনেসবিহীন মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্সের আকৃতি দিয়ে চলছে রোগী পরিবহন শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিতে হবে মানা হচ্ছে না নির্দেশনা : টাঙ্গুয়ার হাওরে উচ্চ শব্দে গান-বাজনা চলছেই

শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির নির্বাচন সম্পন্ন

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ১২:২১:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ১২:২১:৫০ পূর্বাহ্ন
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির নির্বাচন সম্পন্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার লাইব্রেরিতে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে একটানা ভোটগ্রহণ চলে। মোট ৭৪৮ ভোটারের মধ্যে ৪৬১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এবার সহ-সভাপতির ২টি, সহ-সাধারণ স¤পাদক ২টি এবং সদস্য পদের ৭টিতে সরাসরি ভোট হয়। এসব পদে ১৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। সহ-সভাপতির দুটি পদের বিপরীতে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম ও সুখেন্দু সেন বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম পেয়েছেন ২৯৭ ভোট এবং সুখেন্দু সেন পেয়েছেন ২৪২ ভোট। এই পদে মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান পেয়েছেন ২৩৮ ভোট ও মোহাম্মদ আবুল হোসেন পেয়েছেন ৫৩ ভোট। সহ-সাধারণ সম্পাদকের ২টি পদে প্রার্থী ছিলেন ৩জন। তাদের মধ্যে দেওয়ান গিয়াস চৌধুরী ৩২৯ ভোট এবং অ্যাড. এআর জুয়েল ৩০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক প্রার্থী মো. আমিনুল হক পেয়েছেন ১৭২ ভোট। সদস্য পদের ৭টিতে প্রার্থী ছিলেন ১২জন। তাদের মধ্যে অ্যাড. এনাম আহমদ ৩৬০ ভোট, অ্যাড. মো. আবুল হোসেন ২৮১ ভোট, রিংকু চৌধুরী ২৭৪ ভোট, অ্যাড. আনোয়ার হোসেন ২৭০ ভোট, শাহীনুর রহমান ১৯৭ ভোট, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু ১৯৫ ভোট এবং মোহাম্মদ সুবাস উদ্দিন ১৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে অ্যাড. মো. ফজলুল হক ১৮৬ ভোট, মো. উবায়দুর রহমান ১৬৮ ভোট, আলমগীর আহমদ তালুকদার ১৬৭ ভোট, প্রদীপ কুমার পাল ১৬৭ ভোট এবং মো. সুহেল আলম ১৪১ ভোট পেয়েছেন। অপরদিকে, সাধারণ সম্পাদক পদে এবারও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংবাদিক-আইনজীবী খলিল রহমান। তিনি ২০২২ সালের নির্বাচনেও একই পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল লাইব্রেরির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ এর নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন। লাইব্রেরির ১৫টি পদের মধ্যে ১৩টি পদে দুই বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি হিসেবে পদাধিকার বলে রয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক; সিনিয়র সহসভাপতি সুনামগঞ্জ পৌরসভার মেয়র। এই দুইটি পদ বাদে বাকি ১৩টিতে ভোট হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ

অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ