সুনামগঞ্জ , শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার নয়, পরের নির্বাচনে ফিরছে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাড়ছে ‘টার্গেট কিলিং’, অস্ত্রের উৎস নিয়ে শঙ্কা সুনামগঞ্জের ৩টি আসনে বিএনপি’র মনোনয়ন, মাঠ ছাড়ছেন না বঞ্চিত নেতারা স্থানীয়দের পরামর্শ নিয়ে টাঙ্গুয়ার হাওর রক্ষায় কাজ করবো : পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক একাধিক হোটেল ও রেস্তোরাঁকে জরিমানা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন,কারো প্ররোচনায় ভুল করবেন না: আনিসুল হক অসুস্থ মানিকের পাশে দাঁড়ালেন বিশ্বম্ভরপুরের ইউএনও মেরিন দেবনাথ ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : মির্জা ফখরুল রাজনৈতিক উদ্দেশ্যে ডিসিদের রদবদল করা হচ্ছে : গোলাম পরওয়ার পর্যটকদের ফেলা প্লাস্টিক-পলিথিন-কাঁচের বোতলে ভরেছে হাওর, ব্যাহত কৃষিকাজ সবাই মিলে টাঙ্গুয়ার হাওরকে সংরক্ষণ করতে হবে ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫ সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা কমরেড শ্রীকান্ত দাশের জীবনাদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় তাহিরপুরে ১১শ কৃষককে বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার বিতরণ নজির হোসেনের দুর্গ নিয়ে দুই শিষ্যের কাড়াকাড়ি, মনোনয়নে আনিসুল, জনপ্রিয়তায় এগিয়ে কামরুল প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নিয়ে জটিলতা, আপিল করবে মন্ত্রণালয় ৩০ একর জায়গা দখল করে মৎস্য নিধনের অভিযোগ ১০ মাসে ঢাকায় ১৯৮ হত্যাকান্ড সদর হাসপাতালের কর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গুয়ার হাওরে সংরক্ষিত জলাশয়ে খাস কালেকশনের নামে মৎস্য আহরণ!

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০৯:৪০:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০৯:৪০:৪৬ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরে সংরক্ষিত জলাশয়ে খাস কালেকশনের নামে মৎস্য আহরণ! ছবি: টাঙ্গুয়ার হাওর বিল
বিশেষ প্রতিনিধি :: তাহিরপুর ও মধ্যনগর উপজেলা নিয়ে বিস্তৃত টাঙ্গুয়ার হাওর বিশ্ব ঐতিহ্য হিসেবে রামসার সাইটভুক্ত এলাকা। এখানে মাছ ধরা, পাখি শিকার, বনায়ন কাটা ইসিএ (ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া বা পরিবেশগত সংকটাপন্ন এলাকা) রুল অনুসারে দ-নীয় অপরাধ। রামসার কর্তৃক সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষিত হওয়ার পর থেকে হাওরটি সংরক্ষিত এলাকা হিসেবে সরকার ২০০৩ সাল থেকে রক্ষণাবেক্ষণ করছে। হাওরের প্রকৃতি ফিরিয়ে আনতে প্রতিবেশ রক্ষায় সরকারের সঙ্গে দাতাসংস্থা ও বেসরকারি উন্নয়ন সংস্থাও কাজ করেছে বহুদিন। কিন্তু পরিবেশ ফিরিয়ে আনার বদলে এই সময়ে পরিবেশ ও প্রতিবেশ ধ্বংস হয়েছে বলে মনে করেন স্থানীয় সচেতন লোকজন। এবার সংরক্ষিত এলাকার মাছের অভয়াশ্রম স্বীকৃত জলাশয় খাস কালেকশন দেখিয়ে ইজারা দিয়ে মাছ আহরণের সুযোগ করে দেওয়া হয়েছে। এতে তাহিরপুর উপজেলা প্রশাসন ও ইউনিয়ন ভূমি অফিসের সংশ্লিষ্টরা জড়িত বলে অভিযোগ উঠেছে। টাঙ্গুয়ার হাওরটি ‘নয় কুড়ি কান্দা ছয় কুড়ি বিল’ হিসেবে সুনাম কুড়িয়েছে দেশ-বিদেশে। বৈচিত্র্যময় প্রকৃতির কারণেও খ্যাতি রয়েছে। মাদারফিশারিজ হিসেবে খ্যাতি পাওয়া হাওরটি এখন মাছ, গাছ ও পাখিহীন হয়ে যাচ্ছে। এই অবস্থায় সংরক্ষিত হাওরটির ভিতরের কয়েকটি জলাশয় মাছ ধরার জন্য স্থানীয় প্রভাবশালীদের ইজারা দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। যারা ইজারা নিয়েছেন তারাও বিষয়টি স্বীকার করেছেন। হাওর রক্ষণাবেক্ষণে নিয়োজিত বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিএনআরএস জানিয়েছে হাওরে ‘বাফার জোন’ ও ‘কোন জোন’ নামে জলাশয়গুলো আলাদা করে ঘোষণা করা হয়েছে। ইসিএ নীতিমালা অনুসারে কোর জোনের ক্ষতি হতে পারে কিন্তু বাফার জোনে পড়েছে এমন জলমহালও ইজারা দেওয়ার নিয়ম নেই। কিন্তু প্রশাসন বাফার জোন ও কোর জোনের সীমানা নির্ধারণ না করেই এগুলোর বাইরের বিল হিসেবে দেখিয়ে বিভিন্ন সময় প্রভাবশালীদের ইজারা দিয়ে থাকে। অথচ এই বিলগুলো সংরক্ষিত এমনকি অভয়াশ্রম ঘোষিত এলাকার মধ্যে পড়েছে। ইজারাদাররা বিধ্বংসী জালসহ অনেক সময় জলাশয় সেচেও মাছ ধরে মাছের বংশ নির্বংশ করছে। এবারও সংরক্ষিত এলাকার কোর জোনের জলাশয় রৌয়াবিলের গোলাবাড়ি গুপ, কলমা বিলের বাদেরটেক, সালদিঘা অংশ, চটাইন্যা গাঙ, বালুয়ারডুবা দাইড়, তেকুইন্যার দাইড় খাস কালেকশন দেওয়া হয়েছে বলে জানা গেছে। খাস কালেকশনকৃত এই অংশগুলো সংরক্ষিত কোর জোনে অবস্থিত। ইজারদারেরা মাছ আহরণের জন্য, বাঁশকাটাসহ নানাভাবে সীমানা নির্ধারণ করে এখন প্রকাশ্যে মাছ আহরণ করছে। অভয়াশ্রম ঘোষিত রৌয়াবিলের গোলাবাড়ি গুপ এবং লেছুয়ামারা ও চটাইন্যা বিলের গলাচিপা অংশ ইজারা এনে মৎস্য আহরণ করছেন গোলাবাড়ি গ্রামের খসরুল আলম। কলমা বিলের বাদেরটেক ও শালদিঘা অংশে মাছ আহরণ করছেন শ্রীপুর দক্ষিণ ইউপি সদস্য পলাশ মিয়া, তেকুইন্যার দাইড় অংশতে মাছ আহরণ করছেন কাউহানি গ্রামের হেনাবুল। তবে প্রশাসন এসব অংশ খাস কালেকশনে দেয়নি বলে জানিয়েছে। ইউপি সদস্য পলাশ মিয়া কলমা বিলের বাদেরটেক ও সালদিঘা অংশ খাস কালেকশন নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। হেনাবুল মিয়াও স্বীকার করে বলেন, আমার কাছে তেকুইন্যার দাইড় জলমহাল অংশের খাস কালেকশনের কাগজ আছে। হাওর বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার বলেন, টাঙ্গুয়ার হাওর সংরক্ষণের নামে গত দুই দশক ধরে মাছ, গাছ, পাখি ও প্রকৃতি লুট করা হয়েছে। একটি সম্পদকে চোখের সামনে সংরক্ষণের নামে ধ্বংস করা হয়েছে। ইসিএ রোল অনুসারে টাঙ্গুয়ার হাওরটি সংরক্ষিত হলেও এখানে প্রকাশ্যে প্রতিবেশ বিধ্বংসী কারবার চলছে প্রকাশ্যে। দীর্ঘ দিনেরঅত্যাচারে বিশ্বের ঐতিহ্য ঘোষিত এলাকাটিকে বিরাণভূমিতে পরিণত করা হয়েছে। তিনি বলেন, প্রতিবছর সংরক্ষিত এলাকার জলাশয়কে কলমের মারপ্যাচে ‘বাইরের’ দেখিয়ে খাস কালেকশন দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এবারের মতো প্রতিবছরই এটা হচ্ছে। তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ বলেন, আমরা টাঙ্গুয়ার হাওরের বাফার ও কোর জোনের কোনও জলাশয় খাস কালেকশন দেইনি। যারা দাবি করেছে খাস কালেকশন নিয়েছে তাদেরকে কাগজ দেখানোর কথা বলে তিনি ফোনকল কেটে দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এবার নয়, পরের নির্বাচনে ফিরছে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা

এবার নয়, পরের নির্বাচনে ফিরছে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা