দৈনিক ইত্তেফাকের ৭২ বছরে পদার্পণ উদযাপিত
- আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০৯:২০:০৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০৯:২০:০৪ পূর্বাহ্ন
দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭২ বছরে পদার্পণ উপলক্ষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর শহরের কালীবাড়ি এলাকায় সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
আলোচনা সভায় তিনি বলেন, জন্মলগ্ন থেকেই ইত্তেফাক বাংলাদেশকে স্বাধীন জাতি-রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা রেখেছে। ইত্তেফাক এখনো মানুষের কল্যাণে ভূমিকা রাখছে। ইত্তেফাক এখনো মানুষের কল্যাণে ভূমিকা রাখছে। সত্য ও ন্যায়ের পক্ষে ইত্তেফাকের পথচলা থাকবে এটাই পাঠকদের প্রত্যাশা।
দৈনিক ইত্তেফাকের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো. বুরহান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, সাবেক সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলী, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম শেফু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ স¤পাদক অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদীর আহমদ, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, ব্যাংক কর্মকর্তা গোলাম আজাদ, জেলা জামায়াত নেতা মোহাম্মদ মোমতাজুল হাসান আবেদ, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক পঙ্কজ কান্তি দে, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ স¤পাদক আব্দুল্লাহ আল নোমান, অ্যাড. এআর জুয়েল প্রমুখ।
এসময় বিশিষ্ট ক্রীড়া সংগঠক পারভেজ আহমদ চৌধুরী, কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতম মিছবাহ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শুভঙ্কর তালুকদার মান্না, স্পেশাল পি.পি অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম, অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, অ্যাডভোকেট হুমায়ুন কবীর, অ্যাডভোকেট মো. ছাইদুর রহমান তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুজ্জামান রনি, সাবেক পৌর কাউন্সিলর মো. মোশাররফ হোসেন, সাংবাদিক অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন, অ্যাডভোকেট জয়শ্রী তালুকদার, সমাজকর্মী মো. নুরুল হাসান আতাহের, দৈনিক সুনামগঞ্জের খবরের অনলাইন স¤পাদক অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, সাংস্কৃতিক সংগঠক জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রায়হান উদ্দিন, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেদাউর রহমান, ইত্তেফাক অনলাইনের সহ-স¤পাদক সৈয়দ তাওসিফ মনোয়ার, সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল, কবি আমিনুল হক, আশিক পীর, দৈনিক ইত্তেফাকের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাই, দৈনিক ইত্তেফাকের ছাতক উপজেলা প্রতিনিধি আব্দুল আলিম, তাহিরপুর উপজেলা প্রতিনিধি আলম সাব্বির, দিরাই উপজেলা প্রতিনিধি মুজাহিদ সর্দার তালহা, দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি মো. মামুন মুন্সী, শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি কুহিনুর রহমান নাহিদ, সাংবাদিক সামিউল কবির, ইয়াকুব শাহরিয়ার, জামিউল ইসলাম তুরান, নোহান আরেফিন নেওয়াজ, রোভার স্কাউটের সিনিয়র রোভারমেট লুৎফুর রহমান লাবিব, আবু হামজাসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর কেক কেটে ইত্তেফাকের জন্মদিন উদযাপন করেন অতিথিবৃন্দ। - সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ