সুনামগঞ্জ , শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ , ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যৌথবাহিনীর অভিযানে রিভলবার উদ্ধার একটি পাথর সরালে জীবন ঝালাপালা করে দেব : ডিসি সারওয়ার আলম সীমান্তে ভারতীয় মোটরসাইকেল জব্দ মধ্যবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত চারটি নৌ-অ্যাম্বুলেন্স অকেজো একদিনও সেবা পায়নি চার উপজেলার মানুষ সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক : ভেস্তে গেছে চার লেন প্রকল্প জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ইরা-সিআরইএ প্রকল্পের ‘অভিযোজন এক্সপো’ সম্পন্ন কাজের খোঁজে গ্রামাঞ্চলের দিনমজুররা শহরমুখী প্রশাসনের অনুমতি ছাড়াই শিল্পপণ্য মেলার আয়োজন! লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ র‌্যাবের অভিযানে ভারতীয় ২৭২ বোতল মদ জব্দ যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা দেশের শত্রু : কয়ছর এম আহমদ প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’

হালুয়ারগাঁওয়ে নিরীহ পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর, আহত ৩

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০১:৫০:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০১:৫০:১৭ পূর্বাহ্ন
হালুয়ারগাঁওয়ে নিরীহ পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর, আহত ৩
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারগাঁও গ্রামে নিরীহ পরিবারের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা অনুমান সাড়ে ৫টায় এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হামলার ঘটনায় ফেদৌস মিয়ার পরিবারের ৩ জন গুরুতর আহত হয়। তারা হলেন, সুনামগঞ্জের সরকারি কলেজের ছাত্র আহত মাহবুব আলী (২২), পিতা ফেরদৌস মিয়া, অপু মিয়া (২০), পিতা অদুদ মিয়া, মোফাজ্জল হোসেন (২৫)। আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন আগে দুইজনের বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্ব গ্রাম্য সালিশে মীমাংসা হয় মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায়। প্রায় ১ ঘণ্টা পর একই গ্রামের বিবাদী ফারুক মিয়া গং এই হামলা ঘটনা ঘটায়। স্থানীয়রা জানান, ওইদিন সন্ধ্যা অনুমান সাড়ে ৫টায় ফারুক মিয়ার ছেলে মইনুল হক, শাহিনুর মিয়া, আলীম উদ্দিন, নাজিম উদ্দিন, আব্দুল আজিজের ছেলে তাজুল হক সহ ১২/১৩ জন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বাড়িঘরে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এ সময় মহিলারা ও শিশুরা চিৎকার করে এলোপাতাড়ি দৌড়ে পালান। তাদের চিৎকারে হালুয়ারঘাট বাজারের শত শত মানুষ উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করেন। এ সময় হামলাকারীরা পালিয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশের এসআই ফজল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ফারুক মিয়া জোরপূর্বক ফেরদৌস মিয়ার পরিবারের জায়গায় পাকাঘর নির্মাণ করতে চায়। এতে তারা বাধা দেয়। এ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এই দ্বন্দ্ব নিষ্পত্তি হয় হামলার এক ঘণ্টা আগে। তার ছেলেরা অত্যন্ত উগ্র প্রকৃতির। গ্রামে ঝগড়া বিবাদ লেগেই আছে ফারুক গংদের উৎপাতে। অভিযুক্ত ফারুক মিয়া বলেন, আমার ছেলের সাথে ঝগড়াকে কেন্দ্র করে এই মারামারির ঘটনা ঘটে। হামলায় ক্ষতিগ্রস্ত ফেরদৌস মিয়া বলেন, আমার ঘর ভেঙেছে। আসবাবপত্র নষ্ট করেছে। আমাদের পরিবারের অনেককে মারধর করেছে। আমার সুনামগঞ্জ সরকারি কলেজে পড়–য়া ছেলেকে বেধড়ক মারপিট করেছে ফারুক গংরা। আমরা এর বিচার চাই। সুরমা ইউপি সদস্য আব্দুল হাই বলেন, ফারুক গংদের দ্বারা এমন ঘটনা সত্যি নিন্দনীয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা নেয়া উচিত। বাড়ির জায়গার বিরোধ নি®পত্তি হওয়ার পরপরই এমন ঘটনা এলাকার মান-সম্মানে আঘাত হেনেছে। সুরমা ইউপি সদস্য ফিরোজ মিয়া বলেন, সালিশের ১ ঘণ্টা পর ফারুক গংরা এমন হামলার ঘটনা ঘটাবে তা ভাবতেও পারিনি। এটা শুধু এখন ফেরদৌস পরিবারের নয়। এটা গ্রামের পঞ্চায়েতবর্গকে অপমান করা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেয়া দরকার। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম বলেন, হামলার ঘটনায় এখনও অভিযোগ আসেনি। অভিযোগ হলে ব্যবস্থা নেবো। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মধ্যবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

মধ্যবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত