সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালুয়ারগাঁওয়ে নিরীহ পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর, আহত ৩ মল্লিকপুরে চিকিৎসকের ওপউর হামলা, ফার্মেসিসহ ৩ প্রতিষ্ঠানে ভাঙচুর চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬ সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে মানববন্ধন পিআইসি গঠন হয়নি ২৬০টি প্রকল্পে, কাজ শুরু হয়নি ৯৮ শতাংশ বাঁধে দেখার কেউ নেই : মৌলা নদী থেকে অবাধে লুট হচ্ছে বালু ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের উদ্বোধন বিএনপি ক্ষমতায় আসলে সকল অন্যায়ের বিচার করা হবে : ডা. জাহিদ হোসেন ২৯ ডিসেম্বর লন্ডন যাত্রা করবেন খালেদা জিয়া বৈষম্যহীন দেশ গড়তে মেধার মূল্যায়ন করতে হবে হাওরের পানি নিষ্কাশনে ধীরগতি, বিপাকে কৃষক জামালগঞ্জে সারদা সংঘের মঙ্গল শোভাযাত্রা সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন সব হাওরে দ্রুত বাঁধের কাজ শুরুর দাবি নিয়ম মেনে ফসলরক্ষা বাঁধ নির্মাণ করতে হবে টাংগুয়ার হাওরে মোবাইল কোর্ট পরিচালনা ঢাকাস্থ সুনামগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা কমিটি গঠিত তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছে না কেউ পুলিশে যেন আর রাজনৈতিক কুপ্রভাবে না পড়ে : সিলেটে আইজিপি

হালুয়ারগাঁওয়ে নিরীহ পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর, আহত ৩

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০১:৫০:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০১:৫০:১৭ পূর্বাহ্ন
হালুয়ারগাঁওয়ে নিরীহ পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর, আহত ৩
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারগাঁও গ্রামে নিরীহ পরিবারের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা অনুমান সাড়ে ৫টায় এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হামলার ঘটনায় ফেদৌস মিয়ার পরিবারের ৩ জন গুরুতর আহত হয়। তারা হলেন, সুনামগঞ্জের সরকারি কলেজের ছাত্র আহত মাহবুব আলী (২২), পিতা ফেরদৌস মিয়া, অপু মিয়া (২০), পিতা অদুদ মিয়া, মোফাজ্জল হোসেন (২৫)। আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন আগে দুইজনের বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্ব গ্রাম্য সালিশে মীমাংসা হয় মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায়। প্রায় ১ ঘণ্টা পর একই গ্রামের বিবাদী ফারুক মিয়া গং এই হামলা ঘটনা ঘটায়। স্থানীয়রা জানান, ওইদিন সন্ধ্যা অনুমান সাড়ে ৫টায় ফারুক মিয়ার ছেলে মইনুল হক, শাহিনুর মিয়া, আলীম উদ্দিন, নাজিম উদ্দিন, আব্দুল আজিজের ছেলে তাজুল হক সহ ১২/১৩ জন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বাড়িঘরে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এ সময় মহিলারা ও শিশুরা চিৎকার করে এলোপাতাড়ি দৌড়ে পালান। তাদের চিৎকারে হালুয়ারঘাট বাজারের শত শত মানুষ উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করেন। এ সময় হামলাকারীরা পালিয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশের এসআই ফজল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ফারুক মিয়া জোরপূর্বক ফেরদৌস মিয়ার পরিবারের জায়গায় পাকাঘর নির্মাণ করতে চায়। এতে তারা বাধা দেয়। এ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এই দ্বন্দ্ব নিষ্পত্তি হয় হামলার এক ঘণ্টা আগে। তার ছেলেরা অত্যন্ত উগ্র প্রকৃতির। গ্রামে ঝগড়া বিবাদ লেগেই আছে ফারুক গংদের উৎপাতে। অভিযুক্ত ফারুক মিয়া বলেন, আমার ছেলের সাথে ঝগড়াকে কেন্দ্র করে এই মারামারির ঘটনা ঘটে। হামলায় ক্ষতিগ্রস্ত ফেরদৌস মিয়া বলেন, আমার ঘর ভেঙেছে। আসবাবপত্র নষ্ট করেছে। আমাদের পরিবারের অনেককে মারধর করেছে। আমার সুনামগঞ্জ সরকারি কলেজে পড়–য়া ছেলেকে বেধড়ক মারপিট করেছে ফারুক গংরা। আমরা এর বিচার চাই। সুরমা ইউপি সদস্য আব্দুল হাই বলেন, ফারুক গংদের দ্বারা এমন ঘটনা সত্যি নিন্দনীয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা নেয়া উচিত। বাড়ির জায়গার বিরোধ নি®পত্তি হওয়ার পরপরই এমন ঘটনা এলাকার মান-সম্মানে আঘাত হেনেছে। সুরমা ইউপি সদস্য ফিরোজ মিয়া বলেন, সালিশের ১ ঘণ্টা পর ফারুক গংরা এমন হামলার ঘটনা ঘটাবে তা ভাবতেও পারিনি। এটা শুধু এখন ফেরদৌস পরিবারের নয়। এটা গ্রামের পঞ্চায়েতবর্গকে অপমান করা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেয়া দরকার। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম বলেন, হামলার ঘটনায় এখনও অভিযোগ আসেনি। অভিযোগ হলে ব্যবস্থা নেবো। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
হালুয়ারগাঁওয়ে নিরীহ পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর, আহত ৩

হালুয়ারগাঁওয়ে নিরীহ পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর, আহত ৩