জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
- আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০১:৩৯:০৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০১:৩৯:০৩ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার লাউরিকান্দা নামক স্থানে বোরো জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। এ সময় সেখানে থাকা অর্ধশতাধিক লাউ গাছের চারা উপড়ে তুলে তা বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল নয়টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লাউরিকান্দা নামক স্থানে উপজেলার সলপ গ্রামের ইয়াসিন মিয়ার (৫৫) এক একর ৪৪শতক রেকর্ডীয় বোরো জমি রয়েছে। এই জমির মালিকানা নিয়ে বছর থানেক ধরে ইয়াসিন মিয়ার সঙ্গে একই গ্রামের মানিক মিয়ার (৫৫) বিরোধ চলে আসছিল। মাস খানেক আগে ওই জমির কিছু জায়গায় অর্ধশতাধিক লাউ গাছের বীজ বপন করেন ইয়াসিন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ইয়াসিন তার দুই ছেলে ও চারজন শ্রমিক নিয়ে ওই জমিটি বোরো আবাদের জন্য প্রস্তুত করতে লাউরি কান্দার জমিতে যান। খবর পেয়ে সকাল নয়টার দিকে ওই জমির মালিকানা দাবি করে মানিক মিয়ার নেতৃত্বে ৭/৮জন লোকসহ লাঠিসোটা নিয়ে ওই জমির কাজে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় অর্ধশতাধিক লাউ গাছের চারা গোঁড়া থেকে উপড়ে ফেলেন মানিক ও তার লোকজন। দুই পক্ষের সংঘর্ষে মনোয়ার হোসেন বাবু (২২), জয়নুল (২০), সাজিদুল (৩০), সাদ্দাম (৩৫), মামুন (২০) ও ইয়াসিন (৫৫) আহত হন। আহতদের মধ্যে ওইদিনই মনোয়ার হোসেন বাবু ও জয়নুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ইয়াসিন মিয়া বলেন, এটি আমার নামীয় রেকর্ডীয় জমি। জমির নামজারিকরাসহ খাজনাদিও আমি পরিশোধ করেছি। মানিক মিয়ার এখানে কোনো জমি নেই। একটি কুচক্রী মহলের প্ররোচনায় পড়ে অবৈধভাবে সে ও তার লোকজন মিলে আমার জমিতে কাজ করতে বাধা দেওয়াসহ আমি ও আমার লোকজনকে মারধর করেছে। এ সময় মানিক ও তার লোকজন আমার লাগানো অর্ধশতাধিক লাউ গাছের চারা উপড়ে তুলে বিনষ্ট করেছে। আমরা এ নিয়ে থানায় মামলা করব।
মানিক মিয়া দাবি করে বলেন, আমি এক ব্যক্তির কাছ থেকে দলিলমূলে এই জমিটি কিনেছি। তবে রেকর্ড করা হয়নি। কাজে বাধা দিতে গিয়ে আমরা মারধরের শিকার হয়েছি। লাউ গাছের চারা আমরা উপড়ে ফেলিনি।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ