সুনামগঞ্জ , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালুয়ারগাঁওয়ে নিরীহ পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর, আহত ৩ মল্লিকপুরে চিকিৎসকের ওপউর হামলা, ফার্মেসিসহ ৩ প্রতিষ্ঠানে ভাঙচুর চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬ সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে মানববন্ধন পিআইসি গঠন হয়নি ২৬০টি প্রকল্পে, কাজ শুরু হয়নি ৯৮ শতাংশ বাঁধে দেখার কেউ নেই : মৌলা নদী থেকে অবাধে লুট হচ্ছে বালু ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের উদ্বোধন দেখার হাওরে মাটিখেকোদের থাবা বিএনপি ক্ষমতায় আসলে সকল অন্যায়ের বিচার করা হবে : ডা. জাহিদ হোসেন ২৯ ডিসেম্বর লন্ডন যাত্রা করবেন খালেদা জিয়া বৈষম্যহীন দেশ গড়তে মেধার মূল্যায়ন করতে হবে হাওরের পানি নিষ্কাশনে ধীরগতি, বিপাকে কৃষক জামালগঞ্জে সারদা সংঘের মঙ্গল শোভাযাত্রা সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন সব হাওরে দ্রুত বাঁধের কাজ শুরুর দাবি নিয়ম মেনে ফসলরক্ষা বাঁধ নির্মাণ করতে হবে টাংগুয়ার হাওরে মোবাইল কোর্ট পরিচালনা ঢাকাস্থ সুনামগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা কমিটি গঠিত তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছে না কেউ

বিএনপি ক্ষমতায় আসলে সকল অন্যায়ের বিচার করা হবে : ডা. জাহিদ হোসেন

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ১০:৩২:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ১০:৩২:৩৮ পূর্বাহ্ন
বিএনপি ক্ষমতায় আসলে সকল অন্যায়ের বিচার করা হবে : ডা. জাহিদ হোসেন
স্টাফ রিপোর্টার :: বিএনপি ক্ষমতায় আসলে সকল অন্যায়ের বিচার করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। সোমবার বিকেলে ছাতক পাবলিক খেলার মাঠে (মন্টু বাবুর মাঠ) ছাতক উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার পালিয়েছে। স্বৈরাচার পালালে তা ফিরে আসার কোনো ইতিহাস নেই। হিটলার যেমন ফিরে আসে নাই তেমন স্বৈরাচারী সরকারও ফেরত আসার সম্ভাবনা নেই। দেশে আসতে হলে বিচারের মুখোমুখি হতে হবে। গুম খুনের হিসেব দিতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে সকল অন্যায়-অবিচারের বিচার করা হবে। তিনি বলেন, আমাদের বক্তব্য ¯পষ্ট। কোনো সুযোগসন্ধানী নেতৃত্ব পাবেন না। অনেক মানুষ কাফেলাতে আসবে। তাদের ধাক্কা দেয়া যাবেনা। রাজনীতি হবে জনগণের জন্য। জনগণের আস্থা অর্জন করতে হবে। যারা বিগত ১৫ বছর জুলুম নির্যাতন সহ্য করেছেন এমন ত্যাগী নেতাদের দল মূল্যায়ন করবে। জেলা বিএনপি’র আহ্বায়ক কলিম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সদস্য অ্যাড. নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় সমাবেশে তিনি আরও বলেন, যারা আমার ভাইকে শহীদ করল, যারা আমার ভাইকে গুম করল তাদের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার অধিকার নাই। তাদের বিচারের সম্মুখিন হতে হবে। তার পরে রাজনীতি করেন, কোনো অসুবিধা নাই। রাজনীতি নিয়ে যে কেউ জনগণের কাছে যেতে পারবে, তবে আপনাদের ইলিয়াস আলী, চৌধুরী আলমের হিসাব দিতে হবে। জুলাই আন্দোলনে শহীদ আর আহতদের হিসাব দিতে হবে। এম ইলিয়াস আলীর হিসেব দিতে হবে। লক্ষ কোটি টাকা পাচারের হিসাব দিতে হবে। তারপর রাজনীতি করতে পারবেন, অন্যথায় নয়। সংস্কার স¤পর্কে তিনি বলেন, অনেকেই সংস্কার স¤পর্কে বলেন, বিএনপি সংস্কারকে স্বাগত জানায়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। মানুষের চাহিদার সাথে সংস্কার তার রূপ বদলায়। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সেই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলতে হয়। পুরনো ধ্যান-ধারণাকে আকড়ে রাখার দল বিএনপি না। বাংলাদেশের সকল সংস্কারের সাথে বিএনপির জড়িত। সংস্কার বিএনপির রক্তের সাথে মিশে আছে। বিএনপি জানে নতুন প্রজন্ম কি চায়। সে অনুযায়ী বিএনপি রাজনীতি করছে। সাড়ে ১৫ বছর বিএনপি হাজার হাজার নেতা হারিয়েছে। জুলাই বিপ্লবে বিএনপি ৪২২ জন হারিয়েছে। বিএনপির আত্মত্যাগ কোনো অংশে কম নয়। কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গৌছ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক স¤পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামসুল হক নমু, ফারুক আহমদ, আব্দুর রহমান, নজরুল ইসলাম, হাজী আব্দুল বারী, সাবেক উপদেষ্টা ফজলুল করিম বকুল, সাবেক সহ সভাপতি শফিকুল আলম মতি, সাবেক যুগ্ম স¤পাদক আবু হুরায়রা সুরত, জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক স¤পাদক শামছুর রহমান শামছু, সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক স¤পাদক মো. ছায়াদুজ্জামান, সাবেক স্থানীয় সরকার বিষয়ক সহ স¤পাদক ও সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, সাবেক প্রবাসী কল্যাণ বিষয়ক স¤পাদক সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুর রহমান সোহেল, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক স¤পাদক আতাউর রহমান এমরান, আবু সুফিয়ান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, ফরিদ উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন সালমান, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য কয়েছ আহমদ, আফতাব আলী প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাসুম বিল্লাহ। সভায় ছাতক উপজেলা জাসাসের পরিবেশনায় জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। কর্মীসভায় ছাতক উপজেলা ও পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স