সুনামগঞ্জ , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালুয়ারগাঁওয়ে নিরীহ পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর, আহত ৩ মল্লিকপুরে চিকিৎসকের ওপউর হামলা, ফার্মেসিসহ ৩ প্রতিষ্ঠানে ভাঙচুর চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬ সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে মানববন্ধন পিআইসি গঠন হয়নি ২৬০টি প্রকল্পে, কাজ শুরু হয়নি ৯৮ শতাংশ বাঁধে দেখার কেউ নেই : মৌলা নদী থেকে অবাধে লুট হচ্ছে বালু ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের উদ্বোধন দেখার হাওরে মাটিখেকোদের থাবা বিএনপি ক্ষমতায় আসলে সকল অন্যায়ের বিচার করা হবে : ডা. জাহিদ হোসেন ২৯ ডিসেম্বর লন্ডন যাত্রা করবেন খালেদা জিয়া বৈষম্যহীন দেশ গড়তে মেধার মূল্যায়ন করতে হবে হাওরের পানি নিষ্কাশনে ধীরগতি, বিপাকে কৃষক জামালগঞ্জে সারদা সংঘের মঙ্গল শোভাযাত্রা সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন সব হাওরে দ্রুত বাঁধের কাজ শুরুর দাবি নিয়ম মেনে ফসলরক্ষা বাঁধ নির্মাণ করতে হবে টাংগুয়ার হাওরে মোবাইল কোর্ট পরিচালনা ঢাকাস্থ সুনামগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা কমিটি গঠিত তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছে না কেউ

হাওরকে হারানো ঐশ্বর্য ফিরিয়ে দিতে হবে, তবেই ফিরবে পরিযায়ী পাখিরা

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৯:৪৯:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৯:৪৯:২১ পূর্বাহ্ন
হাওরকে হারানো ঐশ্বর্য ফিরিয়ে দিতে হবে, তবেই ফিরবে পরিযায়ী পাখিরা
হাওরকে হারানো ঐশ্বর্য ফিরিয়ে দিতে হবে, তবেই ফিরবে পরিযায়ী পাখিরা বিস্তারিত বলার অবকাশ নেই। কেবল বলি শীতকাল যথারীতি এসে গেছে এবং ইতোমধ্যে পৌষ মাসের প্রথম সপ্তাহ অতিক্রান্ত হয়েছে এবং শীত পুরোদমে হামলে পড়েছে। বাংলাদেশে হালকা শীত পড়ে অগ্রহায়ণ মাসের শুরুতে এবং তখন থেকেই পরিযায়ী পাখিরা আসতে শুরু করে দেশের হাওরগুলোতে, বিশেষ করে টাঙ্গুয়ার হাওরে। গতকালের (২৩ ডিসেম্বর ২০২৪) একটি দৈনিকে সংবাদ শিরোনাম করা হয়েছে, ‘হাওরে আসেনি অতিথি পাখি’। লিখা হয়েছে, “পরিযায়ী পাখির অভয়াশ্রম হিসেবে দেশ-বিদেশে পরিচিত ছিল সুনামগঞ্জের মধ্যনগর ও তাহিরপুর উপজেলায় বিস্তৃত টাঙ্গুয়ার হাওর। কিন্তু এই বছর টাঙ্গুয়ার হাওরে এখনো আসেনি কোনো পরিযায়ী পাখি। ইউনেস্কোর ঘোষিত বিশ্ব ঐতিহ্য, বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট এই টাঙ্গুয়ার হাওর। সুদূর সাইবেরিয়াসহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি আসতো হাওরটিতে। সাধারণত প্রতিবছর অগ্রহায়ণ মাসের প্রথম দিকে হালকা শীতের আমেজ শুরু হতেই টাঙ্গুয়ার হাওরে পরিযায়ী পাখির আসা শুরু হয়। মাঘের শেষ পর্যন্ত থাকে তাদের এই পদচারণা। শীতে আসে, গরমে চলে যায় এ কারণে এদের বলা হয় অতিথি পাখি।” আমরা টাঙ্গুয়াকে ‘ইউনেস্কোর ঘোষিত বিশ্ব ঐতিহ্য, বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট’ করে নিয়েছি বটে কিন্তু টাঙ্গুয়ার হাওরকে মেরে ফেলার ষড়যন্ত্র বন্ধ করিনি। আমরা প্রমাণ করেছি, আমরা জাতি হিসেবে আত্মহত্যাপ্রবণ। যে-টাঙ্গুয়ার হাওর আমাদের মায়ের মতো জীবন চালানোর উপকরণ যোগায়, তার বুকে বসে মুখে মারতে আমরা অভ্যস্ত। আমরা বুঝি না যে, হাওর মারা গেলে আমরা নিজেরাও মরবো, বাঁচতে হলে উদ্বাস্তু হতে হবে। কয়েক বছর আগেও শীতের শুরুতেই প্রচুর সংখ্যক পরিযায়ী পাখির ভিড় জমে যেতো টাঙ্গুয়ার হাওরে, কিন্তু এবার তার ব্যতিক্রম পরিলক্ষিত হচ্ছে। বলা হয়েছে, “কিন্তু এ বছর টাঙ্গুয়ার হাওরে এখনো আসেনি কোনো পরিযায়ী পাখি। এবার এই জলাভূমিতে শীত এসেছে, কিন্তু দেখা নেই পরিযায়ী পাখির, নেই পরিযায়ী জীবনের গান।” অভিজ্ঞ মহলের ধারণা : হাওরের প্রাকৃতিক পরিবেশ পরিযায়ী পাখিদের খাদ্যযোগানের স্বাভাবিক যোগ্যতা হারানোসহ একদিকে জাল ও ফাঁদ পেতে পাখি নিধনের ব্যাপকতা, অপরদিকে পাখির বিচরণের অনুকূল নৈসর্গিক নির্জনতা ভঙ্গকারী পর্যটনশিল্পের প্রসারের কারণে পরিযায়ী পাখিরা হাওরবিমুখ হয়ে পড়েছে। যেখানে বনসহ খাদ্যহিসেবে জলজ প্রাণী ও উদ্ভিদের সঞ্চয় নেই, বরং আছে মরণফাঁদের বিস্তার, সেখানে কেন পাখি মরতে আসবে? সুতরাং পরিযায়ী পাখিদের বিচরণের জন্যে হাওরকে উপযুক্ত করে নিতে হলে হাওরকে হারানো ঐশ্বর্য ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ ক্ষতিগ্রস্ত প্রাকৃতিক ভারসাম্যের ক্ষতি পুষিয়ে দিতে হবে, পাখি মারা একদম বন্ধ করতে হবে, হাওরে পর্যটনের নামে হাওরের নির্জনতা ভঙ্গ করা বন্ধ করতে হবে, আর বন্ধ করতে হবে হাওরে প্রাণপ্রকৃতি বিনাশী কীটনাশকের ব্যবহার। তবেই ফিরবে পরিযায়ী পাখিরা অন্যথায় নয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স