সুনামগঞ্জ , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ অনলাইন জুয়ার ‘হটস্পট’ জাউয়াবাজার প্রতিপক্ষের সুলফির আঘাতে নিহত ১ বিএনপি নেতার বিরুদ্ধে আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ তাহিরপুরে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ ৬ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার জব্দ ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে কবে থেকে কার্যকর হবে? একটি মহল চেষ্টা করছে গণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় না আসে : মির্জা ফখরুল বর্জ্যে ভুগছে টাঙ্গুয়ার হাওর হাওরের ফসল রক্ষায় প্রায় চূড়ান্ত ২,২৪৮ কোটি টাকার প্রকল্প সুনামগঞ্জ মা ও শিশুকল্যাণ কেন্দ্র বরাদ্দের অভাবে বন্ধ নির্মাণকাজ ইশতেহার তৈরি করছে বিএনপি, গোপনে চলছে প্রার্থী যাচাই সভাপতি ও সম্পাদক পদে লড়ছেন চারজন জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত কবি ইকবাল কাগজী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আর নেই প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম শৃঙ্খলা ফিরছে না টাঙ্গুয়ার হাওরে গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হবে : জেলা প্রশাসক

পাকনা হাওরের জলাবদ্ধতা দূরীকরণে দ্রুত নালা খননের দাবি

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৯:৪৪:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৯:৪৪:৫৮ পূর্বাহ্ন
পাকনা হাওরের জলাবদ্ধতা দূরীকরণে দ্রুত নালা খননের দাবি
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলার পাকনা হাওরের জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে জেলা প্রশাসক বরাবর আবেদন জানানো হয়েছে। এলাকাবাসীর পক্ষে রবিবার আবেদনটি করেন জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের বাসিন্দা সাইফুল আলম চৌধুরী ও দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মো. সিরাজুল হক ওলী। আবেদনে জানানো হয়, জামালগঞ্জ উপজেলার পাকনা হাওরটি ফেনারবাঁক, ভীমখালী ও জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষ্মীপুর, ইনাতনগর, ফেনারবাঁক, শান্তিপুর, ভুতিয়ারপুর, সুজাতপুর, শরিফপুর, সৈয়দনগর, রামপুর, জামলাবাজ, জলিলপুর, গজারিয়া, কামধরপুর, আলীপুর, হটামারা, নাজিমনগর, উদয়পুর, কাশিপুর, কামারগাঁও, রসুলপুর, বিনাজুরা, ভাটি দৌলতপুর, উজান দৌলতপুর, খুজারগাও, মাতারগাও, রাজাপুর, সোনাপুর, চানপুর, চান্দের নগর, মাহমুদপুর, ভীমখালী, রাজাবাজ, ভান্ডা, মল্লিকপুর, বিছনা, মাখরখলা গ্রামসমূহের অধিবাসীদের বোরো ফসলের হাওর। আনুমানিক ৬৫৫০০ মেট্রিক টন ধান উৎপাদন সক্ষম (আবাদী ১১৫০০ হেক্টর অনাবাদী ২৯০৪ হেক্টর মোট) ১৪৪৪৮ হেক্টর বিস্তৃর্ণ হাওর সংলগ্ন এলাকার বিশাল জলাভূমির পানি নিষ্কাশনের রাস্তা গজারিয়া স্লুইস গেইট ও ঢালিয়া স্লুইস গেইট পর্যন্ত নালাগুলি (খাল) পলি মাটিতে ভরাট হওয়াতে সময়মতো পানি নিষ্কাশন বিঘিœত হচ্ছে। যার ফলে ধান রোপণের স্বাভাবিক সময়ের চেয়ে কমপক্ষে ২০/২৫ দিন বিলম্ব হয়, এতে ফসল সময়মতো উঠানো যায় না আগাম বন্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এছাড়াও হাওরের মধ্যেস্থলে অনেক জায়গায় এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়, যেখানে ফসল লাগানো সম্ভব হয়েই উঠেনা। প্রায় ৪০/৪৫টি গ্রামের হাজার হাজার মানুষ তাদের একমাত্র ফসল সময়মত রোপন করতে না পারায় এলাকাবাসী মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এমতাবস্থায় পাকনা হাওরের পানি নিষ্কাশনের জন্য গজারিয়া স্লুইস গেইট ও ঢালিয়া স্লুইস গেইট পর্যন্ত খাল খনন করা একান্ত প্রয়োজন। ‘হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, নদী/খাল পুনঃখননের জন্য স্কীম প্রস্তুত ও বাস্তবায়নের লক্ষে কাবিটা নীতিমালা-২০১৭, ‘সংশোধিত কাবিটা নীতিমালা-২০২৩’’ এর অনুচ্ছেদ “৩.৪ স্কীম নির্বাচন জলাবদ্ধতা নিরসনে নদী/খাল পুনঃখনন এর স্কীম প্রণয়ন” এর আলোকে হাওরবাসীর সমস্যা দূরীকরণার্থে গজারিয়া স্লুইস গেইট ও ঢালিয়া স্লুইস গেইটের নালা খননের প্রকল্প গ্রহণ করা জনস্বার্থে খুবই জরুরি। উল্লেখিত বিষয়টি সুবিবেচনায় নিয়ে ‘হাওরবাসীর সমস্যা সমাধানকল্পে গজারিয়া স্লুইস গেইট ও ঢালিয়া স্লুইস গেইটের নালা খননের প্রকল্প গ্রহণ’ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে আবেদনে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স