জামালগঞ্জে সারদা সংঘের মঙ্গল শোভাযাত্রা
- আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৯:৩০:৩২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৯:৩০:৩২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার::
শ্রী মা সারদা দেবীর ১৭২তম জন্মতিথি উদযাপন উপলক্ষে জামালগঞ্জ উপজেলার সাচনা সারদা সংঘের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে সাচনা রামকৃষ্ণ আশ্রমে সারদা সংঘের আয়োজনে মঙ্গলশোভা যাত্রা পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সারদা সংঘের সভাপতি মাধবী পাল চৌধুরী। সাধারণ সম্পাদক নূপুর সেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাচনা রামকৃষ্ণ সেবা সংঘের সভাপতি কৃপেশ বণিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অনন্ত কুমার পাল, জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সহ সাধারণ স¤পাদক মানিক বণিক।
সন্ধ্যায় বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ