সুনামগঞ্জ , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন সব হাওরে দ্রুত বাঁধের কাজ শুরুর দাবি নিয়ম মেনে ফসলরক্ষা বাঁধ নির্মাণ করতে হবে টাংগুয়ার হাওরে মোবাইল কোর্ট পরিচালনা ঢাকাস্থ সুনামগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা কমিটি গঠিত তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছে না কেউ পুলিশে যেন আর রাজনৈতিক কুপ্রভাবে না পড়ে : সিলেটে আইজিপি সাদপন্থীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা পোস্টমাস্টার মো. শাহজান স্মরণে আলোচনা সভা সমৃদ্ধ দেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে সাথে নিয়ে কাজ করবো আমার দেশ ২২ ডিসেম্বর থেকে নবযাত্রা শুরু করবে : মাহমুদুর রহমান পুলিশ সুপারের সীমান্তবর্তী এলাকা পরিদর্শন গবেষক মাহবুবুর রউফ নয়ন ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ইউকে’র আহ্বায়ক মনোনীত জগন্নাথপুরে গৃহবধূ নিহতের ঘটনায় মামলা দায়ের বিএনপি’র ৭০ নেতাকর্মীকে অব্যাহতি জামালগঞ্জের শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদকে শোকজ কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে আবারও চুরি খলিল রহমান আবারও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ দশ ট্রাক অস্ত্র মামলা থেকে বাবরসহ ৭ আসামি খালাস

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির অর্থ বিতরণ

  • আপলোড সময় : ২২-১২-২০২৪ ১২:৩৬:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৪ ১২:৩৬:৫৬ পূর্বাহ্ন
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির অর্থ বিতরণ
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সংগঠনের সদস্যদের মধ্যে অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের কাজীর পয়েন্ট এলাকায় সংগঠনের কার্যালয়ে এই অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি, এককালীন অনুদান, সাধারণ চিকিৎসা/কন্যার বিবাহ/প্রাকৃতিক দুর্যোগ এবং জটিল ও ব্যয়বহুল চিকিৎসা খাতে মঞ্জুরীকৃত ৮ লাখ ২ হাজার টাকা ৭৫ জনের মধ্যে বিতরণ করা হয়েছে। অর্থ বিতরণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. সৈয়দ মনোওয়ার আলী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর পরিমল কান্তি দে, সহ-সভাপতি প্রফেসর সৈয়দ মুহিবুল ইসলাম, প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম গাজী, কোষাধ্যক্ষ মো. তাজ উদ্দিন, সদস্য একেএম উছমান গণী, শিক্ষার্থী মাহমুদা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম বলেন, এই সংগঠনের কল্যাণমুখী কার্যক্রম বেড়েছে। সংগঠনে যারা আর্থিক দুর্বলতায় আছেন, তারা যেন এই সুবিধা ভোগ করতে পারেন। সুবিধা পাওয়াও সম্মানের। আরও সুযোগ-সুবিধা দিনে দিনে বাড়বে। তিনি বলেন, সংগঠনের ভবনের জায়গা পেতে ভবন নির্মাণ করতে সকলে প্রচেষ্টা চালাতে হবে। প্রশাসনের পক্ষ থেকেও সকল প্রকার সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, চিকিৎসা সেবার জন্য সমাজসেবার অনুদান পাওয়া যাবে। তবে রোগের সকল প্রকার কাগজ সংগ্রহ করে জমা দিলে তখন অনুদানের ব্যবস্থা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স