আজ সুনামগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন
- আপলোড সময় : ২১-১২-২০২৪ ০৮:৫৪:৪৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-১২-২০২৪ ০৮:৫৪:৪৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সভাপতি পদে বিজন সেন রায় মনোনয়ন প্রত্যাহার করলে সে পদে একক প্রার্থী হন বর্তমান সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ। এ নিয়ে নির্বাচনী উত্তাপে কিছুটা ভাটা পরলেও সব শেষে জমে উঠেছে সুনামগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন। আজ ২১ ডিসেম্বর সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ১৩টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী রয়েছেন। সভাপতি পদে অধ্যক্ষ শেরগুল আহমেদ এবং দপ্তর সম্পাদক পদে সোহেল আলম একক প্রার্থী রয়েছেন।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিরাজুল ইসলাম শ্যামল ও মাসুম হেলাল। সহ-সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক রওনক আহমদ বখত, বর্তমান সিনিয়র সহ-সভাপতি আল-হেলাল, সহ-সভাপতি সেলিম আহমদ তালুকদার ও শাহাবুদ্দিন আহমদ। যুগ্ম সম্পাদক পদে রুজেল আহমদ, ফরিদ মিয়া ও বাবুল মিয়া, কোষাধ্যক্ষ পদে শহীদনূর আহমেদ ও ফোয়াদ মনি, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে রাজু আহমদ রমজান ও আব্দুল বাছির, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আরাফাত আজিজ সজিব ও আলাউর রহমান, সদস্যে ৬টি পদের বিপরীতে ঝুনু চৌধুরী, একে কুদরত পাশা, হিমাদ্রী শেখর ভদ্র, আমিনুল হক, আনোয়ারুল হক, স্বপন কুমার সরকার ও মাহবুবুর রহমান পীর প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ