জামালগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা
- আপলোড সময় : ২০-১২-২০২৪ ০১:২৫:২৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-১২-২০২৪ ০১:২৫:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ ব্র্যাক কার্যালয়ে বৃহঃপতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-২ প্রকল্পের নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ সংশ্লিষ্ট প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রবাসবন্ধু ফোরামের সভাপতি আফছার উদ্দিন।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জামালগঞ্জ উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার পাবেল কান্তি সরকারের সঞ্চালনায় ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক আলোচনায় গাইডলাইন উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন এমআরএসসি সুনামগঞ্জে সাইকোসোশ্যাল কাউন্সেলর শাওন রায়।
সভায় মাইগ্রেশন প্রোগ্রামের প্রবাসবন্ধু ফোরাম সদস্যবৃন্দ তাদের ত্রৈমাসিক কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন।
সভায় অভিবাসনের বর্তমান চিত্র এবং বাঁধাসমূহ উত্তরণে নিরাপদ অভিবাসন ও ফেরত আসা অভিবাসীদের পুনর্বাসনে করণীয় এবং নিরাপদ অভিবাসনের ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ফোরাম সদস্যগণ নিরাপদ অভিবাসনের জন্য একত্রে কাজ করার অঙ্গীকার করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ