সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জাতীয় প্রবাসী দিবস পালন
- আপলোড সময় : ১৯-১২-২০২৪ ০৮:১৩:৩০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-১২-২০২৪ ০৮:১৩:৩০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস। এ উপলক্ষে সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বিভিন্ন কর্মসূচি পালন করে।
বুধবার সকাল ৯টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে প্রতিষ্ঠানের স্টল স্থাপন করা হয়। দিনব্যাপী স্টলে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা বিদেশ গমনেচ্ছুদের প্রতিষ্ঠানে পরিচালিত হয়ে আসা ৩ মাস মেয়াদী বিভিন্ন শর্ট কোর্স, যেমন ক¤িপউটার অপারেশন, ইলেকট্রিক্যাল (ইলেকট্রিশিয়ান), মোবাইল ফোন সার্ভিসিং, অটোমোটিভ (অটোমেকানিক্স), ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন (আর্ক, মিগ ওয়েল্ডিং) প্রশিক্ষণ গ্রহণ বিষয়ে অবগত করেন। একই সাথে তারা প্রচারপত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্টল পরিদর্শনকালে অধ্যক্ষ মো. আব্দুর রব জানান, শহরতলির লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ারগাঁও এলাকায় সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আগামী পহেলা জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। তাই এর আগে ফরম বিতরণ ও জমাদানের কাজ শেষ হবে। এস.এস.সি ও জে.এস.সি পরীক্ষায় উত্তীর্ণদের বিভিন্ন প্রশিক্ষণে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ